মধ্য রাতে পুলিশের নোটিশ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে, অভিযোগ সজল ঘোষের

Published : Jul 15, 2025, 09:13 PM IST
Santosh Mitra Square

সংক্ষিপ্ত

সন্তোষ মিত্র স্কয়ারকে দুর্গা পূজা কমিটিকে আবার নোটিশ পাঠাল পুলিশ। এই নিয়ে পরপর তিনটি নোটিশ জারি করল মুচিপাড়া থানা পুলিশ। তেমনই দাবি করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির কর্তা সজল ঘোষ

সন্তোষ মিত্র স্কয়ারকে দুর্গা পূজা কমিটিকে আবার নোটিশ পাঠাল পুলিশ। এই নিয়ে পরপর তিনটি নোটিশ জারি করল মুচিপাড়া থানা পুলিশ। তেমনই দাবি করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির কর্তা সজল ঘোষ। গতকাল রাত্রি ১২.৩০ নাগাদ এই নোটিশ ইস্যু করে। পুলিশ প্রশাসনের বক্তব্য প্রচুর ভিড় এই পুজোয় হয় সেই কারণে একাধিক কারণ দর্শনো হয়েছে এই নোটিশ জারি করা হয়েছে। এবং সন্ত্রাস মিত্র স্কয়ারে সংলগ্ন পার্কে যে মেলা হয় সেখানে কোন ইলেকট্রিক দোলনা লাগানো যাবে না যে স্থান দিয়ে দর্শক ঢুকবে সেখানে পুলিশের গাড়ি যাতে যাতায়াত করতে পারে সেটা অবশ্যই রাখতে হবে। বিভিন্ন কোম্পানির যে হোডিং গেট লাগানো হয় তার নির্দিষ্ট মাপ ধার্য করে দিয়েছে যেটা একপ্রকার পুজো কমিটির প্রধান সজল ঘোষ এক কথায় নস্যাৎ করে দিয়েছে।

সন্তোষ মিত্র স্কোয়ারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ প্রশাসনের যে রুট গাইড ম্যাপ সন্ত্রাস মিত্রর পূজো দেখার জন্য সেটারও অমূল পরিবর্তনের আছে পুলিশের দেওয়া এই গাইড ম্যাপে, এক প্রকার পুলিশ প্রশাসনের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে গিয়েছে এই পুজো। তাই যে কোন মূল্যে বন্ধ করতে হবে। তেমনই অভিযোগ করছেন পুজো কমিটির সদস্যরা। কেননা বেশ কিছুদিন আগে এবারের পুজোর যে থিম সেটা সোশ্যাল মিডিয়া এবং খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের এবারের থিম জনসমক্ষে প্রকাশ হয়েছে। পুজোর থিম "অপারেশন সিঁদুর"। সেই কারণেই পুলিশ প্রশাসন এই পুজোটাকে যে কোন প্রকারের হেনস্ত করার চেষ্টা করছে। তেমনই অভিযোগ করেছেন পুজো কমিটির সদস্যরা।

আজ সন্তোষ মিত্র স্কয়ার গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলন করে সজল ঘোষ। তিনি জানালেন পুলিশ প্রশাসনের এই বক্তব্য যদি কলকাতার অন্যান্য বারোয়ারী গুলো মেনে নেয় তারাও মানতে বাধ্য। আইন সবার জন্য সমান কিন্তু জানার জন্য নয়, গত কয়েক বছরে পুলিশ বিভিন্নভাবে তাদের এই পুজোকে অসম্মান করার চেষ্টা করছে যেটা উত্তর কলকাতার পক্ষে অত্যন্ত অসম্মানজনক, সেই সঙ্গে তিনি বলেন পুলিশ প্রশাসনের এই অন্যায় আবদার তারা মানতে পারবে না যদি এটা হয় তাহলে এবারের পূজো সন্তোষ মিত্র স্কোয়ারে ঘট পুজো হবে পরিষ্কার জানিয়ে দিলেন সন্তোষ মিত্র স্কয়ারের উদ্যোক্তারা। তিনি বলেন, তাদের পুজোয় ৫০০-এর বেশি ভলান্টিয়ার থাকে। যেখানে পুলিশের দাবি ২৫০ স্বেচ্ছ্বাসেবি। অন্যদিকে তাদের গেট ২২ ফুট চওড়া হয়, যা অন্যান্য পুজো কমিটি গুলির থেকে অনেক বেশি চওড়া। তারা নিয়ম মেনেই পুজো করছেন বলেও অভিযোগ করেন সজল ঘোষ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা