কাল কলকাতা হাইকোর্টে TET OMR শিট মামলা, কতটা প্রভাব পড়বে ৩২০০০ চাকরি প্রার্থীর ওপর

Published : Aug 17, 2025, 03:00 PM IST

সোমবার কলকাতা হাইকোর্টে ফের উঠতে পারে প্রাইমারি টেট (Primary TET)-এর ওএমআর শিট (OMR Sheet ) মামলার শুনানি। 

PREV
15
প্রাইমারি টেট শুনানি

সোমবার কলকাতা হাইকোর্টে ফের উঠতে পারে প্রাইমারি টেট (Primary TET)-এর ওএমআর শিট (OMR Sheet ) মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যশ্রী ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এই মামলা রবিউল হক বনাম পশ্চিমবঙ্গ রাজ্য নামে পরিচিত। দীর্ঘ দিন ধরেই চলছে এই মামলা।

25
মামলার প্রেক্ষাপট

২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষার পরীক্ষা ও সেটির OMR শিট সংক্রান্ত অস্বচ্ছতার অভিযোগকে কেন্দ্র করেই মামলা দায়ের করেছিলেন রবিউল। মামলাকারীদের প্রধান বক্তব্য ছিল, RTI আবেদন করার পরে, নির্দেষ্ট অর্থ জমা দেওয়ার পরেও তাদের ওএমআর শিট দেখতে দেওয়া হয়নি। প্রথমে এই মামলার শুনানি হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। পরে সেটি যায় বিচারপতি রাজ্যশ্রী ভরদ্বাজের বেঞ্চে।

35
পূর্ববর্তী নির্দেশ

রাজ্যশ্রী ভরদ্বাজের বেঞ্চে শুনানির সময় কোর্ট কয়েকটি নির্দেশি দিয়েছিল। সেগুলি হল-

  1. সমস্ত ওএমআর শিট, নষ্ট হয়ে যাওয়া ওমআর শিটও সার্ভারের কপি খুঁজে কোর্টে পেশ করতে হবে।
  2. প্রয়োজনে সফ্টওয়্যার ও আইটি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।
  3. এনআইসি, ইউপ্রো, টিসিএস বা ইনফোসিস- এগুলির মত প্রয়ুক্ত সংস্থার সাহায্য নিয়ে ওএমআর শিটগুলির অবস্থান চিহ্নিত করতে হবে।
45
বর্তমান অবস্থা

এই মামলার মূল মামলা, অর্থাৎ শান্তনু শীট মামলাটি, প্রাইমারি শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করায় তার শুনানি আপাতত স্থগিত রয়েছে। ডিভিশন বেঞ্চ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশ না আসায় সিঙ্গল বেঞ্চের পক্ষে এই বিষয়ে হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না, যা মামলাটিকে আরও দীর্ঘায়িত করছে। এই আইনি জটিলতার কারণে এক বছরেরও বেশি সময় ধরে OMR মামলার কোনো অগ্রগতি হয়নি।

55
চাকরি প্রার্থীদের ওপর প্রভাব

অনেকেই মনে করছেন এই মামলার রায় ৩২ হাজার চাকরি প্রার্থীর ওপর প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু আইনজীবীদের মতে ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষা দুটি ভিন্ন পরীক্ষা। সেই আইনজীবীরা মনে করছেন এই মামলার রায়ের প্রভাব ৩২ হাজার চাকরিপ্রার্থীর ওপর পড়বে না। তবে ১৮ অগস্ট ওএমআর শিট মামলার শুনানি কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories