দ্রোহের কার্নিভালঃ ডিসি ইন্দিরাকে ঘিরে 'গো-ব্যাক' স্লোগান বিক্ষুব্ধ জনতার, ফুঁসছে ধর্মতলা

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। 

Subhankar Das | Published : Oct 15, 2024 3:13 PM IST / Updated: Oct 15 2024, 09:03 PM IST

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে প্রতিবাদী জনতার মধ্যে থেকে। ‘দ্রোহের কার্নিভালে’ কার্যত জনস্রোত। মঙ্গলের সন্ধ্যে যেন পুরো অন্যরকম।

ধর্মতলায় মঙ্গলবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের ডাকে মানববন্ধন। যেখানে উপস্থিত হাজার হাজার মানুষ। আর সেখানেই কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখার্জিকে ঘিরে উঠল স্লোগান।

Latest Videos

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাঁকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান ওঠে প্রতিবাদী জনতার মধ্যে থেকে। দেখা যায়, বিক্ষুব্ধ জনতার তীব্র ক্ষোভের মাঝে তিনি আর দাঁড়াননি। পিছিয়ে আসেন এবং সেখানেও তাঁকে ঘিরে লাগাতার স্লোগান চলতে থাকে।

প্রতিবাদী জনতার গলায় ছিল বিচারের দাবি এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি। কিন্তু পুলিশের আচরণে তারা রীতিমতো ক্ষুব্ধ। তাই ইন্দিরা মুখার্জিকে ঘিরে ওঠে স্লোগান। প্রতিবাদী জনতা তাঁকে ঘিরে কার্যত, ‘গো-ব্যাক স্লোগান দিতে থাকেন।

ওদিকে আবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়ি মানববন্ধনের কাছে চলে আসতেই ক্ষোভ উগড়ে দেন প্রতিবাদী জনতা। একসঙ্গে প্রায় কয়েকশো লোক ধেয়ে যান মন্ত্রীর গাড়ির দিকে।

সুজিতের অভিযোগ, তাঁর গাড়িতে লক্ষ্য করে বোতলও ছোঁড়া হয়েছে। এই ঘটনা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা মোড়ে। তবে সুজিতের গাড়ি থামেনি। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে গাড়ি নিয়ে সোজা এগিয়ে যেতে থাকেন তিনি। চলন্ত গাড়িরই পিছনের অংশে চড় থাপ্পড় মারেন কেউ কেউ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দ্রোহের কার্নিভালে সেই DC Central-কে দেখে গো ব্যাক স্লোগান! উত্তপ্ত পরিস্থিতি! | RG Kar Protest News
Suvendu Adhikari Live : কলকাতায় 'কার্নিভাল বয়কট' মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি | Bangla News | BJP
Dum Dum-এ ধুন্ধুমার! রাস্তায় সাইড চাওয়াকে ঘিরে তীব্র বচসা! অভিযোগ গায়ে হাত তোলার! | Dum Dum News
পাল্টা চাল শুভেন্দুর, চাপে মমতা! বুধবার পর্যন্ত সময় দিয়ে মমতাকে যা বললেন! দেখুন | Suvendu Adhikari
অনশনমঞ্চেই জ্ঞান হারালেন তনয়া, দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হল হাসপাতালে