কদিন ধরে বাড়ছে গরম। ফেব্রুয়ারির শুরুতেই এবার বিদান নিয়েছে শীত।
কিন্তু ফের কমবে পারদ। রাজ্যবাসী আরও একবার শীতের আমেজ উপভোগ করার সুযোগ পেতে চলেছেন।
সদ্য আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কমবে পারদ। সঙ্গে হবে বৃষ্টি।
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও কবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে।
আজ বৃহস্পতিবার দুই জেলায় হবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং-এ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর. দক্ষিণ দিনাজপুর, মাদলায় বৃষ্টি হবে না।
শুষ্ক থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত কলতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত শুষ্ক থাকবে শহর।
Sayanita Chakraborty