RG Kar Case: প্রায় ১ বছর পর বড় নির্দেশ কোর্টের, আজ হাজিরা দিতে হবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে

Published : Jul 08, 2025, 07:47 AM ISTUpdated : Jul 08, 2025, 07:50 AM IST
dr sandeep ghosh arrested

সংক্ষিপ্ত

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আজ আদালতে হাজির থাকতে হবে। 

গত বছর ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এই মামলায় নাম জড়িয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। এঁদের আজ সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিল বিচারক।

আরজি করে সেই ভয়ঙ্কর ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন করেছিলেন নির্যাতিতার পরিবার। সেই মামলার শুনানিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে উপস্থিত থাকতে হবে শিয়ালদহ আদালতে। দিতে হবে হাজিরা। একই সঙ্গে সিবিআই আইনজীবীকেও আদালতে হাজির থেকে শুনানিতে অংশ নিতে নির্দেশ দিয়েছে আদালত।

গত সপ্তাহে আবার হাইকোর্টের নির্দেশ মেনে নির্যাতিতার পরিবারে ট্রায়াল কোর্ট বা শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে আবেদন করেছিলেন যে তারা ঘটবীস্থল পরিদর্শন করতে চান। সোমবার ছিল সেই মামলার শুনানি। তবে, সেদিন আদালতে কেউই ছিল না বলে খবর।

প্রসঙ্গত ২০২৪ সালের ৯ অগস্ট ছিল সেই ভয়ঙ্কর দিন। হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। হাসপাতাল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। এই ঘটনার তদন্ত করতে গিয়ে সামনে আসতে শুরু করে একের পর এক ভয়ঙ্কর তথ্য। ঘটনায় গ্রফেতার হয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং মুল অভিযুক্ত সঞ্জয় রায়।  

এই  জঘন্য ঘটনার প্রতিবাদে সারা দেশজুড়ে হয়েছিল প্রতিবাদ। দীর্ঘদিন এই মামলা চলে। এই মামলার রায় প্রকাশের পর খুশি হননি কোনও সাধারণ মানুষ। ফের প্রায় এক বছর পর প্রকাশ্যে এল আরজি কর কাণ্ড। আজ শিয়ালদা আদালতে উপস্থিত হতে হবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের