সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি, দুর্গাপুজোর আগে বিচার পাওয়া যাবে?

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি সোমবার দুপুর দুটোয়। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে হবে শুনানি। দুর্গাপুজোর আগে শেষ শুনানিতে বিচারের দাবিতে আন্দোলনকারীদের নজর।

Soumya Gangully | Published : Sep 29, 2024 1:14 PM IST / Updated: Sep 29 2024, 07:29 PM IST

রাজ্য সরকারের আপত্তিতে গত শুক্রবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়নি। সোমবার শীর্ষ আদালতে শুনানি হতে চলেছে। তবে সোমবার সকালে এই মামলার শুনানি হচ্ছে না। সোমবার দুপুর দুটো নাগাদ শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের তালিকায় ৪২ নম্বরে আছে আর জি কর মামলা। প্রধান বিচারপতি ছাড়াও শুনানিতে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। এই মামলায় প্রায় ৪২টি পক্ষ যুক্ত। সবমিলিয়ে আইনজীবীর সংখ্যা দুই শতাধিক। আর জি কর মামলার দিকে সারা দেশের নজর আছে। দুর্গাপুজোর আগে সোমবারই শেষ শুনানি হতে চলেছে। ফলে সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে কী হয়, তার উপর পুজোর সময় বিচারের দাবিতে আন্দোলন নির্ভর করছে।

২ সপ্তাহ পর সুপ্রিম কোর্টে শুনানি

Latest Videos

১৭ সেপ্টেম্বর শেষবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়েছিল। এরপর গত শুক্রবার, ২৭ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন রাজ্য সরকারের নিযুক্ত আইনজীবীর কিছু সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবার ফের শুনানি হতে চলেছে। এর আগেও একবার আর জি কর মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি চন্দ্রচূড় সেদিন আদালতে হাজির হতে না পারায় শুনানি পিছিয়ে যায়। সেদিনের পরিবর্তে ১৭ সেপ্টেম্বর শুনানি হয়। সেই শুনানি চলাকালীন সিবিআই-এর পেশ করা রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছিলন বিচারপতিরা। তদন্তের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছিল তিন বিচারপতির বেঞ্চ। ফলে সোমবারের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

হতাশ নির্যাতিতার পরিবার

সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ আর জি কর মেডিক্যাল কলেজে নৃশংস অত্যাচারের শিকার হওয়া চিকিৎসকের পরিবার। তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তি দেওয়া হোক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আরজি কর কাণ্ডের প্রতিবাদের নতুন পদ্ধতির কথা জানালেন লগ্নজিতা, দিলেন বিশেষ ভিডিও বার্তা

‘কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা খুব জরুরি’ আরজি কর ইস্যুতে মুখ খুললেন কিরণ রাও

আর জি কর নিয়ে ছবি, 'দল-বিরোধী কাজের' দায়ে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৯ সেপ্টেম্বর রবিবার এই রাশির শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, দেখুন জ্যোতিষ কথা
কার গাফিলতিতে রোগী মৃত্যু সাগর দত্তে? দেখুন কী বললেন এই পিজিটি ডাক্তার | Sagar Dutta Medical College
'হুমায়ুন কোন ব্র্যান্ডের নেশা করে সেটা দেখতে হবে' ডাক্তারদের হুমকির পাল্টা দিলেন Sukanta Majumdar
Shantipur-এ BSF-এর রক্তদান উৎসব! নারী অগ্রগতির বিশেষ বার্তা ডিআইজি-র! | Canning News Today
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা