RG Kar CBI: আবারও আরজি করে সিবিআই, এবার তদন্তকারীদের স্ক্যানারে অধ্যক্ষের ঘর

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা ১৪ দিন ধরে জেরা করছে সিবিআই। আর্থিক তছরুপের অভিযোগেও তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

আরও সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ১৪ দিন তাঁকে তলব করা হল সিবিআই দফতরে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছে যায় সন্দীপ ঘোষ। এর আগে ১৩ দিনে তাঁকে প্রায় ১৩০ ঘণ্টা জেরা করেছে সিবিআই।

আরজি কর হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত সিবিআই করেছে ১৫ অগাস্ট থেকে। ১৬ অগাস্ট আরজি করার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জেরা করেছিল সিবিআই। তারপর থেকে লাগাতার তাঁকে তলব করা হচ্ছে। নিত্যদিনই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সন্দীপের কাটছে সিবিআই দফতরে। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। আর সেই কারণে গত রবিবার সিবিআই সন্দীপ ঘোষের বাড়িতেও গিয়েছিল। সেখানে দীর্ঘক্ষণ জেরা ও তল্লাশি করা হয়েছে। সূত্রের খবর আর্থিক তছরুপ সম্পর্কে প্রচুর নথি পেয়েছে। কিন্তু আরজি কর হত্যাকাণ্ড সম্পর্কে সন্দীপকে জেরা করে সিবিআই কীকী পেয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Latest Videos

ইতিমধ্যেই কোর্টের আদালতের অনুমতি নিয়ে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও হয়েছে। কিন্তু সেই সেই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে সিবিআই। চিকিৎসক তরুণী খুন ও ধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়কেই গ্রেফতার করেছে সিবিআই। তাকেও দফায় দফায় জেরা করা হয়েছে। এখনও জানা যায়নি সন্দীপ আর সঞ্জয়কে মুখোমুখি বসিয়ে সিবিআই জেরা করেছে কিনা। তবে দুইজনকে আলাদা আলাদা জেরা করা হচ্ছে। সিবিআই সন্দীপের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তও করছে। প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কোর্টের নির্দেশে সেই তদন্তেও সিবিআই-এর হাতে। বৃহস্পতিবার সিবিআই যখন সন্দীপকে সিজিওতে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সেই সময়ই নিজাম প্যালেস থেকে সিবিআই -এর পাঁচ সদস্য আরজি করের মর্গে যায় আর্থিক কেলেঙ্কারির তদন্তে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh