RG Kar Protest: ঐতিহাসিক ‘রাত দখল'। ২০২৪ সালের ৯ অগাস্ট, সেই অভিশপ্ত রাত। অন ডিউটি থাকা অবস্থায় মহিলা চিকিৎসক-ছাত্রী ‘তিলোত্তমা’-কে নির্যাতিতা হয়ে খুন হতে হয় রাজ্যের অন্যতম সেরা সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ভিতর (rg kar protest news)। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ঘটে যাওয়া সেই নির্মম ঘটনার প্রতিবাদে মুখর হয়ে ওঠেন সবাই। সর্বত্র শুরু হয় আন্দোলন। রাজ্য, দেশ এবং বিদেশ, সব জায়গায় সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে (reclaim the night protest)।
আর তারপর আসে সেই ১৪ অগাস্টের ঐতিহাসিক রাত। যেদিন লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিলেন, ‘অভয়া’-র বিচারের দাবিতে। রীতিমতো মিছিল করে শামিল হয়েছিলেন মহিলারা।
উল্লেখ্য, চলতি বছরের গত ৯ অগাস্ট, তিলোত্তমার বিচার দাবিতে নবান্ন অভিযান দেখেছে কলকাতা। ঠিক সেইদিনই বিকেলে, ‘অভয়া মঞ্চ’-এর উদ্যোগে ‘কালীঘাট চলো’-র ডাক দেওয়া হয়। এমনকি, ঠিক তার আগের রাতে, অর্থাৎ ৮ অগাস্ট বিকেলে বাম ছাত্র-যুব-মহিলারা মিছিল করেন এবং সেই রাতেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়রস ডক্টর’ফ্রন্ট'-এর ডাকে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয় শ্যামবাজারে।
এবার আগামী ১৪ অগাস্ট, ফের 'রাত দখল'-এর ডাক দিলেন প্রতিবাদী জনতা। সেই ঐতিহাসিক রাতের এক বছর পূর্ণ হতে চলেছে আগামী ১৪ অগাস্ট।
১, সিঁথির মোড়, উদ্যোগে তিলোত্তমা বাহিনী।
২. ব্যারাকপুর মহকুমা অভয়া মঞ্চের উদ্যোগে ব্যারাকপুর স্টেশন-১ নম্বর প্লাটফর্ম এর বাইরে।
৩. অভয়া মঞ্চ হাওড়ার উদ্যোগে কদমতলা পাওয়ার হাউস, নতুন রাস্তার মোড়, সাঁতরাগাছি মোড়, সালকিয়া চৌরাস্তা এবং মন্দিরতলা-শিবপুর।
৪. অভয়া মঞ্চের উদ্যোগে উত্তরপাড়া-কোতরং।
৫. নাগরিক সমাজ অভয়া মঞ্চের উদ্যোগে আড়িয়াদহ দক্ষিনেশ্বর এবং কালাচাঁদ মোড়।
৬. বৃহত্তর দক্ষিণ অভয়া মঞ্চের উদ্যোগে রুবি মোড়, ঢাকুরিয়া, নেতাজিনগর, গড়িয়া মোড়, গোয়ালবেড়িয়া, সোনারপুর, বজবজ, বারুইপুর এবং হরিনাভি।
৭. অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগরের উদ্যোগে করুণাময়ী মোড়, সল্টলেক, বিশ্ব বাংলা গেট-নিউটাউন, বাগুইআটি মোড়, লেকটাউন এবং নাগেরবাজার।
৮. পূর্ব কলকাতা প্রাক্তনীদের উদ্যোগে কাঁকুড়গাছি মোড়।
৯. পুরাতনী যাদবপুর বিশ্ববিদ্যালয় সংহতির উদ্যোগে যাদবপুর ৮বি।
১০. সোদপুর প্রতিবাদের উৎ'শব'-এর উদ্যোগে সোদপুর ট্রাফিক মোড়।
১১. বেহালা প্রতিবাদী মঞ্চের উদ্যোগে সখেরবাজার, সরশুনা, শকুন্তলা পার্ক, বকুলতলা, বেহালা হরিসভা এবং বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড।
১২. বিরাটি তিলোত্তমা মঞ্চের উদ্যোগে বণিক মোড়।
১৩. অভয়া মঞ্চ শ্যামবাজারের উদ্যোগে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে।
১৪. ১ নং এয়ারপোর্ট গেট।
১৫. হুগলি জেলার উত্তরপাড়া-কোতরং, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, সিঙ্গুর, ডানকুনি, জনাই, চন্দননগর, ব্যান্ডেল, চুঁচুড়া, পাণ্ডুয়া বাজার এবং হুগলী চার্চের মোড়।
১৬. জলপাইগুড়ির শান্তি পাড়া মোড়।.
১৭. নদীয়া জেলার মদনপুর, পোস্ট অফিস মোড়-কৃষ্ণনগর, নবদ্বীপ-মহিরাবনতলা, চাকদহ থানার মোড়, শিমুরালী মাতৃ মন্দির প্রাঙ্গন, হাউলিয়া পার্ক মোড়-তেহট্ট, গয়েশপুর (কল্যাণী), কাঁচরাপাড়া, গান্ধী মোড়, ফুলিয়া-শান্তিপুর, রানাঘাট চৌরঙ্গী মোড়, কল্যাণী স্টেশন চত্বর, কল্যাণী আই টি আই মোড়, পায়রাডাঙ্গা স্টেশন বাজার, বটতলা বাজার চাউল পট্টির মোড় এবং আগরপাড়া নাগরিক সমাজ।
১৮. পূর্ব বর্ধমানের কার্জন গেট।
আপাতত এখনও পর্যন্ত এই তথ্যই এশিয়ানেট নিউজ বাংলার হাতে এসেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।