ঘোর বিপদে আরজি করের সন্দীপ ঘোষ, দুই-একদিনের মধ্যেই চার্জশিট পেশ করতে পরে সিবিআই

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশের প্রস্তুতি জোর কদমে চলছে সিবিআইতে। দুই-একদিনের মধ্যেই চার্জশিট দাখিল করতে পারে সিবিআই।

 

Saborni Mitra | Published : Nov 28, 2024 4:25 AM IST
110
আরজি কর আর্থিক দুর্নীতি মামলা

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় দুই - এক দিনের মধ্যেই চার্জশিট পেশ করতে পারে সিবিআই। তেমনই খবর সিবিআই সূত্রে।

210
বিপাকে সন্দীপ ঘোষ

আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ হতে পারে। তদন্তে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে।

310
আর্থিক কেলেঙ্কারি

আরজি কর দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হল ,হাউসস্টাফশিপে দুর্নীতি।

410
হাউসস্টাফশিপ দুর্নীতি

যে কোনও মেডিক্যাল কলেই হাউসস্টাফশিপ-এর নির্দিষ্ট সময় থাকে। তারই মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হয়। কিন্তু সন্দীপের আমলে আরজি করে নির্দিষ্ট সময় ছিল না।

510
সন্দীপের মর্জি

হাউসস্টাফশিপ চলত সন্দীপ ঘোশের মর্জিমাফিক। তাঁর খেয়াল খুশি মতই সময় বাড়ান বা কমান হত।

610
চার্জশিটে হাউসস্টাফশিপ

সিবিআই সূত্রের খবর চার্জশিটে হাউসস্টাফশিপকেই মূল করে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ সাজান হচ্ছে। আর্থিক দুর্নীতি মামলায় এটাই সিবিআই-এর বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ বলেও মনে করছে সিবিআই।

710
চার্জশিট পেশ

আগমী দুই-এক দিনের মধ্যেই সন্দীপের বিরুদ্ধে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করা হবে।

810
চার্জশিটে আরও অভিযোগ

সিবিআই সূত্রের খবর চার্জশিটে থাকছে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি।

910
সন্দীপের তিন সাগরেদ

সন্দীপের পাশাপাশি তাঁর তিন সাগরেদ বিপ্লব সিংহ, সুমন হাজরা ও আফসার আলি খানেরও নাম থাকতে চলেছে বলে সূত্রের খবর।

1010
সাক্ষী ও নথি

সিবিআই সূত্রের খবর ১২০ জন সাক্ষীর উল্লেখ থাকবে চার্জশিটে । আর থাকবে ৪৬০ টি গুরুত্বপূর্ণ নথিও।

Share this Photo Gallery
click me!

Latest Videos