‘নির্যাতিতার বিচার চাই’ আন্দোলনে শামিল রিকশা চালকরা, রবির রাজপথ সাক্ষী অভিনব প্রতিবাদের

Published : Sep 08, 2024, 06:19 PM IST
RG KAR PROTEST

সংক্ষিপ্ত

আবারও এক অভিনব প্রতিবাদ দেখল কলকাতা (Kolkata)। আর জি কর (RG Kar) কাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। আর এবার পা মেলালেন শহরের রিকশা (Rickshaw) চালকরাও।

আবারও এক অভিনব প্রতিবাদ দেখল কলকাতা (Kolkata)। আর জি কর (RG Kar) কাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। আর এবার পা মেলালেন শহরের রিকশা (Rickshaw) চালকরাও।

রবিবার, বিকেলে তারাও শামিল হলেন প্রতিবাদে। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামলেন রিকশা চালক বন্ধুরা। রিকশা টেনেই স্পষ্ট করলেন তাদের অবস্থান এবং দিলেন বার্তাও। হেদুয়া মোড় থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিলের ডাক দেওয়া হয়।

উল্লেখযোগ্য বিষয় হল, এই মিছিলে শামিল হন উত্তর কলকাতার একাধিক টানা রিকশা চালক। এরপর কলেজ স্ট্রিটে পৌঁছে রিকশা চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিন বিকেল ৪.৪৫ মিনিটে রিকশা চালকদের মিছিল শুরু হয় হেদুয়া পার্কের সামনে থেকে। আন্দোলনকারীদের গলায় ঝোলানো ছিল প্রতিবাদী স্লোগান লেখা নানারকমের প্ল্যাকার্ড এবং পোস্টার।

আরও পড়ুনঃ 

'রাজপথই ক্যানভাস' অভিনব কায়দায় প্রতিবাদে শামিল হবেন চিত্রশিল্পীরা, সঙ্গে গান এবং স্লোগান

কোনও পোস্টারে লেখা ছিল ‘আর কত পথ হাঁটলে তবে ধর্ষকদের বিচার হবে?’ আরেকটি পোস্টারে আবার লেখা, ‘যতই করবে কণ্ঠরোধ, জোরালো হবে প্রতিরোধ।’ অপরদিকে, ‘নির্যাতিতার বিচার চাই’ লেখা একাধিক পোস্টারও চোখে পড়ে এদিনের মিছিলে।

রবিবার মিছিলে হাঁটা রিকশা চালকদের মতে, টাকা-পয়সা তো বড় কথা নয়। টাকা তো রোজই উপার্জন করা যাবে। কিন্তু একটি মেয়ের জীবন চলে গেছে। তাই তারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের শুনানি রয়েছে। দেশের সকলেই এইমুহূর্তে সেদিকে তাকিয়ে রয়েছেন। আর তার আগেই যেন আবারও প্রতিবাদে শামিল হল রাজপথ। ক্রমশই জোরালো হচ্ছে আন্দোলন। এমনকি, রবিবার রাতে একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে, প্রচুর সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন প্রতিবাদে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের