
Mohan Bhagwat : বাবরি মসজিদ ইস্যুতে বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া জবাব মোহন ভাগবতের! "রাজনৈতিক ষড়যন্ত্র" বলে তোপ আরএসএস প্রধানের।
Mohan Bhagwat : বাবরি মসজিদ পুনর্নির্মাণ নিয়ে বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের পর পরিস্থিতি উত্তপ্ত। আরএসএস প্রধান মোহন ভাগবত এই মন্তব্যের তীব্র নিন্দা করে একে একটি "রাজনৈতিক ষড়যন্ত্র" বলে অভিহিত করেছেন। ভাগবত সতর্ক করে দিয়ে বলেছেন যে, এই ধরণের মন্তব্য দেশে সাম্প্রদায়িক উত্তেজনা পুনরুজ্জীবিত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা।