স্বর্গে গিয়ে ত্রিশূলের গুঁতো খাওযার চেয়ে মর্তে থেকে দলের বীর এবং সম্পদ হিসাবে ছড়ি ঘোরাবেন অসুর। বাংলার শাসকদলকে নানা ইস্যুতে কটাক্ষ করে মজার কবিতা তুলে ধরলেন রুদ্র।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দুর্গাপুজোর শেষে ছড়া নিয়ে সোশাল মিডিয়ায় হাজির হলেন নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। শোনালেন মহিষাসুর পালানোর ঘটনা। সব পাড়ায় নয়, তবে বাংলার কিছু কিছু পাড়ায় নাকি দুর্নীতিগ্রস্ত নেতা আর মহিষাসুরের গোপন আঁতাত হয়েছে। স্বর্গে গিয়ে ত্রিশূলের গুঁতো খাওযার চেয়ে মর্তে থেকে দলের বীর এবং সম্পদ হিসাবে ছড়ি ঘোরাবেন অসুর। বাংলার শাসকদলকে নানা ইস্যুতে কটাক্ষ করে মজার কবিতা তুলে ধরলেন রুদ্র। দেখুন মজার ভিডিও।