এবার ১৮টি ডিভাইস ক্লোন করবে সিবিআই, ১৪ দিনের জেল হেফাজত সন্দীপ ঘোষ সহ চারজনের

Published : Sep 23, 2024, 05:30 PM IST
CBI - SANDIP GHOSH

সংক্ষিপ্ত

জেলেই থাকবেন সন্দীপ। আরজি করে (RG Kar) আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন তারা।

জেলেই থাকবেন সন্দীপ। আরজি করে (RG Kar) আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন তারা।

সোমবার, সন্দীপ ঘোষ সহ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চার জনের শুনানি হয় আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে। সেখানেই ঐ চারজনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সুজিতকুমার ঝা। আদালতে সিবিআই-এর দাবি ছিল, আরজি কর দুর্নীতিতে অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী।

ফলে, তারা অন্য সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সিবিআই-এর এই যুক্তি শুনেই শেষমেশ অভিযুক্তদের আগামী ৭ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সন্দীপ ছাড়াও জেল হেফাজত হল সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং সন্দীপের নিরাপত্তারক্ষী আফসর আলির।

আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-এর (CBI) আরও দাবি, মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং মেমরি কার্ড সহ অন্তত ১৮টি ডিজিটাল ডিভাইসের ক্লোনিং করা হয়েছে। সেগুলি তদন্তের স্বার্থে খতিয়ে দেখছেন আধিকারিকরা। সেইসব যন্ত্রগুলিতে থাকা নথি থেকে তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গত ১৯ অগাস্ট গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষকে। এছাড়াও গ্রেফতার হন আফসর, বিপ্লব এবং সুমন। আর্থিক দুর্নীতিতে সন্দীপের পাশাপাশি নাম জড়িয়ে যায় তাদেরও। অভিযোগ ওঠে, সন্দীপ ধৃত তিনজনকে বেআইনিভাবে হাসপাতালে নানা সুবিধা পাইয়ে দিয়েছিলেন।

এরপর গত ১৪ সেপ্টেম্বর, তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার হন সন্দীপ। ইতিমধ্যেই মক্কেলের জামিনের আবেদন করেছেন বিপ্লবের আইনজীবী। আগামী ৩০ সেপ্টেম্বর, সেই মামলার শুনানি রয়েছে। আর এবার তদন্তে গতি আনতে ১৮টি ডিভাইস ক্লোন করার সিদ্ধান্ত নিল সিবিআই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর