RG Kar Case: মাত্র ৫ মাস ৯ দিন পরেই আরজিকর হত্যা মামলার রায়দান, কী সাজা হতে পারে সঞ্জয়ের

Published : Jan 17, 2025, 10:06 AM IST

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে শনিবার সাজা ঘোষণা করবে শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। সূত্রের খবর শনিবার দুপুরের মধ্যেই রাজ ঘোষণা করতে পারেন বিচারক অনির্বাণ দাস। 

PREV
110
আরজি কর হত্যাকাণ্ড

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক খুন ও ঘর্ষণকাণ্ডে উত্তাল হয়েছিল গোটা দেশে। কাশ্মীর থেকে কন্যাকুমারী- বিচারের দাবিতে সরব হয়েছিল।

210
তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছ

310
তদন্তের গতিপ্রকৃতি

আরজি কর হত্যাকাণ্ডের প্রথম তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। পরে আদালতের নির্দেশে তদন্তের ভার যায় সিবিআই-এর হাতে।

410
ধৃত এক

আরজি কর হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির বিরুদ্ধেঅভিযোগ উঠলেও এখনও পর্যন্ত ধৃত একজন। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যদিও সে নিদেকে নির্দোষ বলে দাবি করেছে

510
তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ

আরজি কর হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। কিন্তু সিবিআই তাদের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি। তাই জামিনে মুক্ত দুজনেই।

610
ঘটনার ৫ মাস পরে রায় দান

আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছিল ৯ আগস্ট। রায়দান হবে ১৮ জানুয়ারি, শনিবার। অর্থাৎ মাত্র ৫ মাস ৯ দিনের মধ্যেই রায়দান করা হবে।

710
বিচার প্রক্রিয়া শুরু

আরজি কর হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর।

810
সাক্ষ্য গ্রহণ

এই ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তালিকায় রয়েছে নিহত চিকিৎসকের পিতা, সিবিআইয়ের তদন্তকারী অফিসার, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েক জন সহপাঠী।

910
চার্জ গঠন

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী খুনের ঘটনায় তদন্তে নেমেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সিবিআই সঞ্জয় ছাড়া আর কাউকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করতে পারনি। সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল ৪ নভেম্বর।

1010
কী সাজা হবে

প্রশ্ন সঞ্জয় রায়ের কী সাজা ঘোষণা করা হবে? সিবিআই আদালতে বলেছে আরজি কর হত্যাকাণ্ড বিরলতম ঘটনা। তাই অনুমান করা হচ্ছে সঞ্জেয়কে ফাঁসির সাজাও শোনাতে পারে আদালত।

click me!

Recommended Stories