Kolkata Metro: কালীঘাট স্টেশনে আত্মহত্যা, মেট্রোরেল পরিষেবায় বিঘ্ন

Published : Jul 24, 2024, 10:21 PM ISTUpdated : Jul 24, 2024, 10:54 PM IST
Passengers of Kolkata Metro rail need to be more careful now

সংক্ষিপ্ত

সল্টলেক, হাওড়ায় মেট্রোরেলে আত্মহত্যার চেষ্টার সুযোগ নেই। কিন্তু কলকাতা মেট্রোরেলের পুরনো স্টেশনগুলিতে সহজেই আত্মহত্যার চেষ্টা করা যায়। ফলে সমস্যা রয়েই গিয়েছে।

কালীঘাট (Kalighat) মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার ফলে ব্যাহত হল পরিষেবা। বুধবার রাত ৯টা বেজে ১৩ মিনিটে কালীঘাট স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। এর জেরে পরিষেবায় বিঘ্ন ঘটে। আপ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, ডাউন লাইনে থমকে যায় মেট্রো চলাচল। ফলে বাড়ি ফেরার পথে সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রোরেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানায়। তবে রাত হয়ে যাওয়ায় এদিন আর পরিষেবা স্বাভাবিক করা যাবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। রাতের দিকে সহজে বাড়ি ফেরার জন্য অনেকেই মেট্রোরেলের উপর নির্ভর করেন। তাঁদের সমস্যায় পড়তে হল।

দীর্ঘক্ষণ বন্ধ মেট্রোরেল

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কালীঘাট মেট্রো স্টেশনে একটি রেকের সামনে লাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। এর ফলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে পরিষেবা। লাইন থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করতে সময় লাগে। এসএসকেএম হাসপাতালে খবর দেওয়া হয়।

আত্মহত্যার জেরে সমস্যায় যাত্রীরা

যে ব্যক্তি আত্মহত্যা করেছেন, তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তিনি কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন, সেটাও জানা যায়নি। তবে এই ব্যক্তির মৃত্যুর ফলে বহু মানুষের ভোগান্তি হল। এই ব্যক্তি মেট্রোরেলের যে রেকের সামনে ঝাঁপিয়ে পড়েন, সেই রেক খালি করে দিতে হয়। এরপর থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহ তোলা হয়। তারপর বিদ্যুৎ সংযোগ চালু করে ফের মেট্রোরেল পরিষেবা স্বাভাবিক করা হয়। তবে রাতে প্রায় এক ঘণ্টা মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকায় বহু যাত্রী সমস্যায় পড়েন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আত্মহত্যার চেষ্টা পার্কস্ট্রিট মেট্রোয়, কর্মব্যস্ত দিনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা

Kolkata Metro Service : ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, সাতসকালেই দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো পরিষেবা

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর, ব্যহত মেট্রো পরিষেবা

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?