
Kolkata Crime: মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সমান্যকটা টাকার জন্যই মাকে পুড়িয়ে মারা হয়েছে। মনে করছেন তদন্তকারীরা। হাড়হিম করা এই ঘটনা ঘটেছে বাঘাযতীবে। ঘরের মধ্যেই মাকে পুড়িয়ে মারছিল ছেলে। কিন্তু পোড়া গন্ধ ছাড়িয়ে পড়ে। তাতেই সামনে আসে বিষয়টি। প্রতিবেশীরা ছুটে যায়। ঘর থেকে দদ্ধ অবস্থায় প্রৌঢ়়ার দেহ উদ্ধার করে। স্থানীয়দেরই অভিযোগ টাকা হাতাতেই বৃদ্ধা মাকে পুডিয়ে মারার ছক কষেছিল ছেলে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই বেপাত্তা 'খুনি' ছেলে। মৃতা মহিলা মালবিকা মৈত্র। কলকাতার একটি নামি স্কুলে শিক্ষকতা করবেন। কিছু দিন আগেই অবসর গ্রহণ করেন তিনি। তাঁর মেয়েদেন বিয়ে হয়েছে। ছেলে ব্যাঙ্কে চাকরি করে। সম্প্রতি বৃদ্ধার অপারেশন হয়। তারপর থেকেই শয্যাশায়ী মহিলা।
অন্যান্য দিনের মত এদিনই বৃদ্ধার ছেলে দরজা বইরে থেকে বন্ধ করে চলে যায়। স্থানীয়দের কথায় সকাল ৮টা নাগাদ বৃদ্ধার ছেলে বেরিয়ে যায়। কিন্তু বেলা ১২টা নাগাদ প্রতিবেশীরা দেখের বৃদ্ধার বাড়ির নিচের অংশ থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। উপস্থিত হয় স্থানীয়রা। তাতাই দরজা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে। স্থানীয়দের অনুমান টাকার কারণেই বৃদ্ধাকে তাঁর ছেলে খুন করেছে। যদিও ছেলেকে এখনও পর্যন্ত পাকড়াও করা যায়নি। ছেলের সন্ধনে পুলিশ হন্যে হয়ে ঘুরছে। অন্য কোনও কারণে ছেলে মাকে খুন করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এমন ভয়ঙ্কর ঘটনা এর আগে দেখেনি স্থানীয় বাসিন্দারা। তাই সকলের মধ্যেই রয়েছে চাপা আতঙ্ক। ছেলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।