মুথাইয়া মুরলীধরনের বায়োপিক '৮০০'-এর প্রচারে মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মুরলীধরন, ছবির প্রযোজক, অভিনেতা। সৌরভ ও মুরলী একে অপরের প্রশংসা করলেন, পুরনো দিনের কথা বললেন, আসন্ন বিশ্বকাপ নিয়েও মতামত প্রকাশ করলেন।
মুথাইয়া মুরলীধরনের বায়োপিক '৮০০'-এর প্রচারে মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মুরলীধরন, ছবির প্রযোজক, অভিনেতা। সৌরভ ও মুরলী একে অপরের প্রশংসা করলেন, পুরনো দিনের কথা বললেন, আসন্ন বিশ্বকাপ নিয়েও মতামত প্রকাশ করলেন। মুরলীকে তাঁর দেখা সবচেয়ে ভালো মানুষ বলে উল্লেখ করলেন সৌরভ। তিনি মুরলীর বোলিং নিয়ে এখনও শ্রদ্ধাশীল। পাল্টা মুরলীও বললেন, কঠিন সময়ে ভারতীয় দলের হাল ধরেন সৌরভ। বায়োপিকের সাফল্যের জন্য মুরলীকে শুভেচ্ছাও জানালেন সৌরভ।