চৈত্রের শেষবেলায় তীব্র গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাড়ি থেকে বেরোলেই ঘেমে নেয়ে একাকার অবস্থা। এপ্রিল মাসেই বঙ্গোপসাগরে তৈরি হবে দুটি নিম্নচাপ। এরফলে একটি নিম্নচাপ পরিণত হতে পাকে প্রবল ঘূর্ণিঝড়ে।
27
কোথায় পড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব
বাংলাদেশ আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন পড়বে কিনা সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি আবহাওয়া দফতর।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিলের ঠিক কোন সময়ে এই ঝড়বৃষ্টি হবে তা ঠিক করে বলতে পারেনি আবহাওয়া দফতর।
57
৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয় অফিস সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
67
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বইতে পারো দমকা হাওয়া। পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
77
মৌসম ভবনের পূর্বাভাস
চলতি এপ্রিল মাসে ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতেও। তবে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।