অক্টোবরেই তৃণমূল কংগ্রেসের ফিরেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু এবার হবে তাঁর আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। বান্ধবীকে নিয়ে যাচ্ছেন তৃণমূল কার্যালয়ে।
অক্টোবরেই তৃণমূল কংগ্রেসের ফিরেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু এবার হবে তাঁর আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। তৃণমূল সূত্রের খবর আজ বিকেলে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কার্যালয়ে যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়।
25
তৃণমূল কার্যালয়ে বৈঠক
তৃণমূল সূত্রের খবর এদিন তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন হবে শোভন চট্টোপাধ্য়ায়ের। এর আগে শোভন অভিষেক ও মমতার সঙ্গে বৈঠক করেছিলেন।
35
দলত্যাগ
২০১৮ সালে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন। সেই সময়ই তিনি রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তারপর ২০২১ সালে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। কিন্তু তারপর তিনি তেমনভাবে গেরুয়া শিবিরের রাজনীতিতে সক্রিয় হনননি। তারপর বিজেপি ছেড়ে দেন।
গত সেপ্টেম্বর মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাকস্ট্রিটের অফিসে বৈঠক করেন। তারপর অক্টোবরে দার্জিলিং-এ বৈঠক করেন। সেই সময়েই তার তৃণমূলে প্রত্য়াবর্তনের পথ প্রসস্ত হয়।
55
প্রশাসনিক পদ
মমতার সঙ্গে বৈঠকের পরই শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য়ের পুর ও নগরোন্নয়ন দফতর নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকে়ডিএর চেয়ারম্যান নিয়োগ করা হয়। এবার দলের পদও পেতে পারেন শোভন। সেই জটই সোমবার কাটতে চলেছে বলে তৃণমূল সূত্রের খবর। বেতা ৩টের সময় শোভেন-বৈশাখীর তৃণমূল দফতরে যাওয়ার কথা রয়েছে।