
'মমতা মিরির ইমেজ লুকিয়ে রেখেছে প্রকাশ করলে অযোগ্যরা তাঁদের ছাড়বেনা', সব প্ল্যান ফাঁস করে যা বললেন অগ্নিমিত্রা পাল।
Agnimitra Paul: 'মমতা চাকরিহারাদের ভোট পর্যন্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাবে', 'এর পাশাপাশি এই আন্দোলন থেকে মুখ ঘোরাতে তিনি মুসলমানদের পথে নামিয়েছে', 'মমতা মিরির ইমেজ লুকিয়ে রেখেছে প্রকাশ করলে অযোগ্যরা তাঁদের ছাড়বেনা', সব প্ল্যান ফাঁস করে যা বললেন অগ্নিমিত্রা পাল।