কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’, কোন কোন শর্তে জামিন পেলেন তিনি?

Published : Feb 18, 2025, 12:38 PM IST
Sujoy Krishna Bhadra

সংক্ষিপ্ত

বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, দু’টি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট দেখে আদালত উদ্বিগ্ন।

ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, চিকিৎসা জন্য মানবিক কারণেই অন্তর্বর্তী জামিন দেওয়া হলো অভিযুক্তকে। তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, দু’টি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট দেখে আদালত উদ্বিগ্ন। অভিযুক্তের চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাঁর এনজিওপ্লাস্টি করা দরকার। মামলার মূল বিষয় আদালত আপাতত বিবেচনা করছে না। শুধুমাত্র চিকিৎসা এবং মানবিক কারণে অন্তর্বতী জামিন দেওয়া হচ্ছে। এই সময়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচার করতে পারবেন অভিযুক্ত মামলাকারী।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ মে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু। গত বছর ডিসেম্বর মাসে হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরে তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছিল সিবিআই। এ বার সেই মামলাতে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি।

শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে সুজয়কৃষ্ণকে। সুজয়কৃষ্ণের বাড়িতে নজরদারির জন্য সাদা পোশাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করতে পারবে সিবিআই। আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারবেন অভিযুক্ত। ব্যবহার করতে পারবেন ২টি মোবাইল ফোন। সেই ফোনে নজরদারি চালাতে পারবে সিবিআই। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২০ মার্চ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কাজের চাপ কমতে চলেছে শিক্ষক-শিক্ষিকাদের! কতক্ষণ হবে ডিউটি টাইম? বিজ্ঞপ্তি জারি নবান্নের
কী কারণে সিঙ্গুরে শিল্প ফেরানোর প্রশ্নে 'নীরব' মোদী? মুখ খুললেন দিলীপ ঘোষ