Suvendu On Mamata: 'রোহিঙ্গাদের বাঁচাতে উঠেপড়ে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', সীমান্তে জমি নিয়ে সরব শুভেন্দু

Published : Jul 16, 2025, 06:52 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Suvendu Adhikari News: বাংলাদেশি ইস্যুতে যুযুধান দুই নেতা-নেত্রী। এদিনের মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের সর্বোচ্চ নেত্রীকে একহাত নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশদে জানুন… 

Suvendu Adhikari News: ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দাগিয়ে গ্রেফতারির ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে 'ডিটেনশন ক্যাম্পে' পাঠিয়ে দেবে। বুধবার এই ইস্যুতে সরব হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামে তৃণমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। পাল্টা রাজ্যের সর্বোচ্চ নেত্রীকে একহাত নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার নির্বাচন কমিশনের দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশি ইস্যুতে সরব হন তিনি। শুভেন্দুর কথায়, ''কেন অনুপ্রবেশ তাই নিয়ে বিএসএফের দিকে আঙুল তুলছে ওরা। কিন্তু বারবার বলার পরেও বিএসএফ-কে ৫৪০ কিলোমিটার জমি দেননি কেন। প্রতিবার পার্লামেন্টে এই প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তারপরও সরকার জমি দেয়নি। জমি দিন তারপর আগুল তুলুন। আমরা মানব আপনার যুক্তি।''

বিরোধী দলনেতা আরও বলেন, ''সারা দেশে যত ভুয়ো কার্ড ধরা পড়েছে সব বাংলা থেকে তৈরি। এখানে ভুয়ো কার্ড তৈরির হাব তৈরি হয়েছে। একটা পঞ্চায়েতে শুধু

৩৫০০ জন্মের শংসাপত্র দিয়েছে, ২০০০ টাকা করে নিয়ে। ধরা পড়েছে। আপনারা তালিকা দেখুন। ২০১১ সমীক্ষা অনুযায়ী জাতীয় গ্রোথ যা, তার থেকে আমাদের রাজ্যে ১০ শতাংশ বেশি। বর্ডার অঞ্চলে এই গ্রোথ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। বাড়ি-বাড়ি সমীক্ষা তল্লাশি চাই। বিএলআরও জোর করে ভোটার তালিকা থেকে নাম্বার দিচ্ছে। আমরা নির্দিষ্ট অভিযোগ করেছি। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেয়নি সরকার।''

রোহিঙ্গা মুক্ত তালিকার দাবি শুভেন্দুর (Suvendu Adhikari News):-

''রোহিঙ্গা মুক্ত তালিকা চাই। কমিশনকে সেটাই জানালাম। রোহিঙ্গাদের প্রটেকশন দিতে মমতার আজকের মিছিল। উনার এখন একটাই লক্ষ্য রোহিঙ্গাদের বাঁচাতে হবে। বিহারে লাখ লাখ লোক পাওয়া গেছে যারা অনুপ্রবেশকারী। ওখানে যদি ৩০ লক্ষ লোকের নাম্বার যায় তাহলে এখানে ১ কোটি এরকম নাম ঢুকে রয়েছে তালিকায়। মমতা তার দলের এক এমপি কে সুপ্রিম কোর্ট পাঠিয়েছিলেন এটা বন্ধ করার জন্য। সুপ্রিম কোর্ট সব বুঝে স্থগিতাদেশ দেয়নি। আমরা রোহিঙ্গা মুক্ত তালিকা করবোই।''

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের