শুক্রবার সাতসকালে রাজ্যের শাসকদলের ৩ হেভিওয়েটের বাড়িতে ইডি হানা দেয়। এনিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার সাতসকালে রাজ্যের শাসকদলের ৩ হেভিওয়েটের বাড়িতে ইডি হানা দেয়। এনিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন ’চোরেদের বাড়িতে তো ইডি যাবেই। দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত সুজিত বসু। অয়ন শীলের কাছ থেকে যে হার্ডডিক্স এবং তালিকা পাওয়া গিয়েছিল, তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরেই ইডি শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযানে গেছে।