স্কুটির ব্যাকসিটে ঢাউস ব্যাগ, গাড়ির সামনেও আটকানো বড় থলি। এগিয়ে চলেছেন স্বরূপা। কলকাতার রাস্তায় সমাজকর্মী বাপন দাসের ক্যামেরায় ধরা পড়ল তাঁর ছবি। গ্রাজুয়েট এই মেয়ে বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়েছে ডেলিভারি গার্ল হিসেবে।
স্কুটির ব্যাকসিটে ঢাউস ব্যাগ, গাড়ির সামনেও আটকানো বড় থলি। এগিয়ে চলেছেন স্বরূপা। কলকাতার রাস্তায় সমাজকর্মী বাপন দাসের ক্যামেরায় ধরা পড়ল তাঁর ছবি। গ্রাজুয়েট এই মেয়ে বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়েছে ডেলিভারি গার্ল হিসেবে। বাড়ি বাড়ি ঘুরে অ্যামাজন সংস্থার হয়ে পণ্য ডেলিভারি করেন তিনি। মনে করেন প্রত্যেক মেয়ের উচিত রোজগার করা। তবে কলকাতার রাস্তায় কখনও কোনও অসুবিধার মুখে তাঁকে পড়তে হয়নি। উল্টে সাহায্য করেছেন অনেকেই। স্বরূপা জানালেন আগে অন্য সংস্থায় চাকরি করলেও, এই ডেলিভারি গার্লের চাকরি তাঁকে আরও রোজগার করতে সাহায্য করেছে। তাই দিন রাত এক করে খেটে চলেছেন তিনি। নারী স্বাধীনতার আরেক নাম হয়ে করে চলেছেন দিন যাপন।