কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ নয়, ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ সুপ্রিম কোর্টে

Published : Feb 03, 2025, 12:52 PM IST
supreme court on triple talaq

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্ট রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।

ফের খারাপ খবর রাজ্যের জন্য। রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা অনেক দিন ধরেই চলছে শীর্ষ আদালতে। সম্প্রতি এই নিয়ে নতুন মামলা দায়ের হয়। ৬ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওবিসি শংসাপত্রে বিষয়ে ছিল মামলাটি।

গত ৩১ জানুয়ারি ওই মামলায় বিচারপতি বিআর গভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না।

গত বছর ২২ মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাই কোর্ট জানায়, ২০১০ সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিটিকে তৈরি করা হয়নি। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরে রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি মিশনও। সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। শুনানি হচ্ছে বিচারপতি গভৈয়ের বেঞ্চেই। এরই মধ্যে এ বিষয় নতুন করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত।

এই মামলাটি করেছিলেন অমলকুমার দাস। ওই মামলার পক্ষে রায় দেয় হাই কোর্ট। বাতিলের নির্দেশ দওয়া হয় প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট। এর পর সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ৬ জানুয়ারি এই নিয়ে নতুন মামলা করে অবনীকুমার বিশ্বাস। এই মামলাটিতে মোট তিনটি বিবাদী পক্ষ রয়েছে। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন এবং অমলকুমার দাস। নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েথে, হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। তাঁর মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের দুই বিচারপতি বেঞ্চ। জানিয়েছে, যদি এই সংক্রান্ত কোনও আবেদন বিচারাধীন থাকে তবে তা-ও নিষ্পত্তি করা হয়।

 

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?