২৪ ঘন্টার মধ্যেই হাইকোর্টে পাল্টি খেল শেখ শাহজাহান। সন্দেশখালি মামলায় গতকালই হাইকোর্টে আবেদনের করেছিল শাহজাহান। লুকিয়ে থেকেই আইনজীবীর মাধ্যমে আবেদন শাহজাহানের। সন্দেশখালি মামলায় পার্টি হওয়ার আবেদন জানিয়েছিল শাহজাহান।
২৪ ঘন্টার মধ্যেই হাইকোর্টে পাল্টি খেল শেখ শাহজাহান। সন্দেশখালি মামলায় গতকালই হাইকোর্টে আবেদনের করেছিল শাহজাহান। লুকিয়ে থেকেই আইনজীবীর মাধ্যমে আবেদন শাহজাহানের। সন্দেশখালি মামলায় পার্টি হওয়ার আবেদন জানিয়েছিল শাহজাহান। মঙ্গলবার ফের আবেদন জানাল শাহজাহান। সন্দেশখালি মামলায় আপাতত পার্টি হতে চান না শাহজাহান। হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আবেদন শাহজাহানের। ১১ দিন পর এখনও খোঁজ মেলেনি শাহজাহানের। তবে লুকিয়ে থেকে গতিবিধির উপর নজর রাখছেন শাহজাহান!