Abhishek Banerjee: 'বাংলার সম্প্রীতি নষ্টকারীদের মুখোশ শীঘ্রই খুলবে', ওয়াকফ ইস্যুতে বিস্ফোরক অভিষেক

সংক্ষিপ্ত

Abhishek Banerjee on Waqf: ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে শান্তির বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "বাংলায় কেউ কেউ আগুন লাগাতে চাইছে, আমরা তা করতে দেব না।" বিশজে জানুন…         

Abhishek Banerjee on Waqf: ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে শান্তির বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, "বাংলায় কেউ কেউ আগুন লাগাতে চাইছে, আমরা তা করতে দেব না।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ওয়াকফ ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on Waqf)

শনিবার ওয়াকফ সংশোধনী বিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। কোথাও জমায়েত, কোথাও বিক্ষোভ— পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করায় এদিন বিকেলেই রাজ্যবাসীরে শান্তিরক্ষার বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এবার আসরে নামলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। শনিবার বিকেলে এক বেসরকারী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''বাংলায় কেউ কেউ আগুন লাগাতে চাইছে। আমরা তা করতে দেব না।''

Latest Videos

তিনি আরও বলেন, ''মানুষকে বিভ্রান্ত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে। রাজ্যবাসীর কাছে আমার আবেদন, গুজবে কান দেবেন না। শান্তি বজায় রাখুন।" অভিষেকের অভিযোগ, এই উত্তেজনার নেপথ্যে রয়েছে পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। তাঁর কথায়, “যারা বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছে, তাদের মুখোশ খুব শিগগিরই খুলে যাবে।''

রাজ্য প্রশাসনের তরফেও জানানো হয়েছে, উত্তেজনা বা অশান্তি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় উস্কানিমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এদিনই বিকেলে সাংবাদিক বৈঠক করে ওয়াকফ ইস্যুতে রাজ্যবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, ''কেউ কোনওরকম গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখুন। প্ররোচনায় পা দেবেন না। আমাদের সচেতন ভাবে পরিস্থিতির মোকবিলা করতে হবে।''

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিমও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে চিহ্নিত উস্কানিদাতাদের গ্রেফতার করা শুরু হয়েছে। অশান্তি থামানোর জন্য পুলিশের যা যা করার দরকার তা করবে বলেও এদিন কড়া বার্তা দিয়েছেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi: 'ওয়াকফের নামে গরিবদের জমি আর লুটতে পারবে না', বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর
'দাঙ্গাবাজদের জন্য একটাই ওষুধ...' মুর্শিদাবাদ ইস্যুতে চরম হুঙ্কার যোগীর | Yogi Adityanath