Accident: মা ফ্লাইওভারে বেপরোয়া গাড়ির দৌড়, ডিভাইডারে ধাক্কা মেরে উড়ল ৪-৫ ফুট

পুলিশ জানিয়েছে তীব্র গতিতে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি সিগন্যাল পোস্টে। সেটি পুরোপুরি উপড়ে পরে যায় রাস্তার ওপর।

শনিবার কলকাতায় ফের দুর্ঘটনা। ইএম বাইপাসের মা ফ্লাইওভাবে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। গাড়িতে এত জোরে যাচ্ছিল যে ডিভাইডার থেকে প্রায় ৪-৫ ফুট উঁচুতে উঠে যায় গাড়িটি। সিগনালের পোস্ট উপড়ে ছিটকে পড়ে রাস্তায়। এই ঘটনায় ব্যাহত হয়েছে শনিবারের ব্যস্ত পার্ক সার্কাস মোড়।

পুলিশ জানিয়েছে তীব্র গতিতে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি সিগন্যাল পোস্টে। সেটি পুরোপুরি উপড়ে পরে যায় রাস্তার ওপর। গাড়িটি আসছিল পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্টের দিক থেকে। ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি অনেকটাই উপরে উঠে যায়। বিলাসবহুল গাড়ি, তাই হতাহতের ঘটনা ঘটেনি। কারণ গাড়িটি এতটাই জোরে ধাক্কা খেয়েছিল যে সবকটি এয়ারব্যাগ খুলে গিয়েছিল। চালক শুধুমাত্র চোট পেয়েছেন। গাড়ির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।

Latest Videos

কলকাতা পুলিশ জানিয়েছে , দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। রেকার ভ্যান নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গাড়িটি উপর দিকে উঠে যাওয়ার কারণে রেকার ভ্যান দিয়ে নামাতে বেগ পেতে হয়। তবে পুলিশের অনুমান চালক তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালানোর সময় কোনও কারণে অমনোযোগী হয়ে পড়ে তাতেই এই দুর্ঘটনা।

তবে দিন কয়েক আগেই মা ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজের ১৯ বছরের ছাত্র নীহার আগরওয়াল। তাঁর সঙ্গে গাড়িতে তিন জন ও এক তরুণী ছিল। তারাও গুরুতর চোট পেয়েছেন। প্রত্যেকের চিকিৎসা চলছে হাসপাতালে। নীহার তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি। পুলিশ জানিয়েছে বাইপাসে তীব্র গতিতে গাড়ি চলছিল। মধ্যরাতে ডিভাইডাপ ও ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ি বার করতে হয়।

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News