Watganj Body Recovery: ওয়াটগঞ্জের ঘটনায় গ্রেফতার মহিলার ভাসুর, খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ সূত্রের খবর অনুসারে ওই মহিলার নাম দুর্গা সরখেল। দিন তিনেক আগেই বাড়ি থেকে নিঁখোজ ছিলেন তিনি। খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তবে দুর্গার স্বামী এখনও পলাতক।

 

Watganj Recover Body identified: মঙ্গলবার বিকেলে কলকাতার ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনের পরিত্যক্ত স্থানে ৩০-৩৫ বছর বয়সী এক মহিলার দেহের টুকরো টুকরো অংশ পাওয়া যায়। বুধবার পুলিশ সেই মৃতদেহ সনাক্ত করেছে। পুলিশ সূত্রের খবর অনুসারে ওই মহিলার নাম দুর্গা সরখেল। দিন তিনেক আগেই বাড়ি থেকে নিঁখোজ ছিলেন তিনি। খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তবে দুর্গার স্বামী এখনও পলাতক।

পুলিশ সূত্রের খবর থেকে আরও জানা গিয়েছে যে দুর্গা বন্দর এলাকার বাসিন্দা। মৃত্যুর তিনদিন আগে থেকে নিঁখোজ ছিল দুর্গা। ওয়াটগঞ্জ এলাকায় প্যাকেটে মিলার দেহাংশ মিলিছে এই খবর জানতে পেরে দেহ সনাক্তকরণের জন্য যায় পরিবার। তখনই জানা যায় ২০০৭ সালে বন্দর এলাকার পাত্র ধোনি সরখেলের সঙ্গে বিয়ে করেছিলেন দুর্গা। শাশুড়ি, দেওর ননদ, ভাসুর সবাই ছিলেন পরিবারে। স্বামী মদকাশক্ত বলে রিহ্যাবে পাঠানো হয়েছিল তবে সেখান থেকে সে পালিয়ে যায়।

Latest Videos

মৃত মহিলার এক সন্তানও আছে। এই খুনের ঘটনায় শ্বশুরবাড়ির কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্গার ভাসুর-কে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের করা হচ্ছে দুর্গার দেওরকেও। তদন্তকারীদের মতে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয় এবং হাত-পা কাটার জন্য চপার বা করাত ব্যবহার করা হয়েছে। অন্য কোনও স্থানে এই কাজ সেরে ওই পরিত্যক্ত স্থানে প্যাকেটগুলি এনে ফেলা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল