Watganj Body Recovery: ওয়াটগঞ্জের ঘটনায় গ্রেফতার মহিলার ভাসুর, খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ

Published : Apr 04, 2024, 03:36 PM IST
crime

সংক্ষিপ্ত

পুলিশ সূত্রের খবর অনুসারে ওই মহিলার নাম দুর্গা সরখেল। দিন তিনেক আগেই বাড়ি থেকে নিঁখোজ ছিলেন তিনি। খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তবে দুর্গার স্বামী এখনও পলাতক। 

Watganj Recover Body identified: মঙ্গলবার বিকেলে কলকাতার ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনের পরিত্যক্ত স্থানে ৩০-৩৫ বছর বয়সী এক মহিলার দেহের টুকরো টুকরো অংশ পাওয়া যায়। বুধবার পুলিশ সেই মৃতদেহ সনাক্ত করেছে। পুলিশ সূত্রের খবর অনুসারে ওই মহিলার নাম দুর্গা সরখেল। দিন তিনেক আগেই বাড়ি থেকে নিঁখোজ ছিলেন তিনি। খুনের কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তবে দুর্গার স্বামী এখনও পলাতক।

পুলিশ সূত্রের খবর থেকে আরও জানা গিয়েছে যে দুর্গা বন্দর এলাকার বাসিন্দা। মৃত্যুর তিনদিন আগে থেকে নিঁখোজ ছিল দুর্গা। ওয়াটগঞ্জ এলাকায় প্যাকেটে মিলার দেহাংশ মিলিছে এই খবর জানতে পেরে দেহ সনাক্তকরণের জন্য যায় পরিবার। তখনই জানা যায় ২০০৭ সালে বন্দর এলাকার পাত্র ধোনি সরখেলের সঙ্গে বিয়ে করেছিলেন দুর্গা। শাশুড়ি, দেওর ননদ, ভাসুর সবাই ছিলেন পরিবারে। স্বামী মদকাশক্ত বলে রিহ্যাবে পাঠানো হয়েছিল তবে সেখান থেকে সে পালিয়ে যায়।

মৃত মহিলার এক সন্তানও আছে। এই খুনের ঘটনায় শ্বশুরবাড়ির কোনও যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্গার ভাসুর-কে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের করা হচ্ছে দুর্গার দেওরকেও। তদন্তকারীদের মতে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয় এবং হাত-পা কাটার জন্য চপার বা করাত ব্যবহার করা হয়েছে। অন্য কোনও স্থানে এই কাজ সেরে ওই পরিত্যক্ত স্থানে প্যাকেটগুলি এনে ফেলা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI