
Mamata Banerjee on Durga Puja: উৎসবের ঢাকে পড়ে গিয়েছে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজ মধ্য গগণে। আজ মহাষ্টমী। আর মহাষ্টমীর সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি লেখেন, ''দেশের সেরা বাংলা
বিশ্বসেরা বাংলা
মাতৃময়ী মা বাংলা
কর্মময়ের বাংলা"
সকলকে জানাই মহাষ্টমী'র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।''
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর তরফে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিশ্ব সংস্কৃতির বাঙালি ঐতিহ্যের তকমা বহন করছে এই দুর্গাপুজো। শুধু তাই নয়, বাঙালির প্রাণের উৎসব যে দুর্গাপুজো সেই কথা স্মরণ করে পুজো উপলক্ষে একটি গানও লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা গানটি গেয়েছেন মনোময় ভট্টাচার্য।
এদিকে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা- সর্বত্রই মানুষের ঢল। জনজোয়ারে ভাসছে গোটা কলকাতা। চলুন এবার খাস কলকাতায় ঘুরে আসি গুহার মধ্য়ে থেকে। এরকমই একটি উপস্থাপনা নিয়ে এসেছে ত্রিধারা অকালবোধন। এবারের থিম 'চলো ফিরি' - যা আমাদের প্রাচীন পূর্বপুরুষদের শিল্প, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার উৎসের দিকে এক গভীর ও প্রতীকী যাত্রা।
ত্রিধারা অকালবোধন
এই থিমটি গুহা শিল্পের এক জীবন্ত চিত্রায়ণ, যেখানে প্রতিটি আঁচড় এবং প্রতীক দর্শকদের সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাবে যখন আদিম মানুষ গুহার দেয়ালে আঁকা ছবি এবং খোদাইয়ের মাধ্যমে প্রকৃতি, দেবত্ব এবং জীবনের সঙ্গে তাদের সংযোগ প্রকাশ করত। এই প্যান্ডেলটি সেই প্রাচীন গুহাগুলির একটি শৈল্পিক উপস্থাপনা, যেখানে দেয়ালগুলি জটিল অঙ্কন এবং প্রতীকে সজ্জিত যা ঈশ্বরের সঙ্গে মানুষের প্রথম যোগাযোগের গল্প বলে। এই চিত্রায়ণে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের শিল্পের সঙ্গে পবিত্র শ্লোক এবং মন্ত্রের মিলন ঘটেছে, যা পরিবেশে এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছে যেন আমাদের পূর্বপুরুষরাই ফিসফিস করে বলছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।