Weather update: সপ্তাহের শুরুতেই ঝেঁপে বৃষ্টি, দেখে নিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শুরুতেই বাড়বে বৃষ্টির পরিমান। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া ঢোকে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বৃষ্টি হতে পারে কলকাতাতেও। দেখে নেওয়া যাক সোমবার কেমন থাকবে আবহাওয়া।

Web Desk - ANB | Published : Aug 7, 2023 7:51 AM
18

রবিবারের পর সোমবারও মেঘলা আকাশ শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হওয়ার পর্বাভাস দিয়েছে।

28

বুধবার পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতাতেও।

38

বিহারের উপর তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী ২ থেকে ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

48

শুধু দক্ষিণে নয় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। হিমালয় পাদদেশের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

58

আবহাওয়া দফতর জানাচ্ছে এই মুহূর্তে উপর মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী ৭ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

68

অন্যদিকে নাগারে বৃষ্টির জেরে এক ঝটকায় নেমেছে শহরের তাপমাত্রা। ৭ অগাস্ট, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

78

তাপমাত্রার পাশাপাশি সোমবার থেকে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৯২ শতাংশ।

88

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos