Weather update: পুজোর মুখে ছুটির দিন মাটি হবে বৃষ্টিতে? রবিবারই ভারী বৃষ্টির সতর্কতা

আলিপুর সূত্রে জানা যাচ্ছে প্রায় সারা সন্ধ্যেই বৃষ্টি হতে পারে শহরজুরে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্রবল বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।

Ishanee Dhar | Published : Oct 8, 2023 2:43 PM IST

পুজোয় আর বাকি ১০ দিনেরও কম। এদিকের বৃষ্টির জেরে পুজোর বাজার করার জোর নেই বাঙালির। পুজোর মুখে ছুটির দিনেও বৃষ্টিতে ভসল কলকাতা। রবিবার নিউমার্কেট থেকে হাতিবাগান, গড়িয়াহাট চত্বরে উপচে পড়েছিল ভিড়। তবে এই রবিবার ছবিটা ছিল একটু অন্য রকম। সন্ধ্যে হতে না হতেই আকাশ কালো হয়ে উঠল শহরের একাধিক প্রান্তে। আলিপুর সূত্রে জানা যাচ্ছে প্রায় সারা সন্ধ্যেই বৃষ্টি হতে পারে শহরজুরে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্রবল বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।

যদিও এদিন সকালের আবহাওয়া ছিল বেশ শুষ্ক। আলিপুর জানিয়েছিল, রবিবার মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ শুষ্কই থাকবে। কিছু কিছু জেলায় মেঘ জমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অতএব, ছুটির বিকেলে পুজোর বাজারে লক্ষ্মীলাভের সম্ভাবনা রয়েছে দুর্দান্ত!

উত্তরবঙ্গেও রবিবার বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। বিক্ষিপ্তভাবে মেঘ জমতে পারে। তবে, মূলত আকাশ শুষ্কই থাকবে।

আসন্ন সপ্তাহে মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গেও পর্যটকদের জন্য বজায় থাকছে মনোরম আবহাওয়া।

Share this article
click me!