Weather Update: দক্ষিণে কমলেও উত্তরে বাড়বে বৃষ্টি, দেখে নিন রবিবারে ভিজবে কোন কোন জেলা
শনিবার থেকেই বৃষ্টি ধরেছে শহর কলকাতায়। রবিবার সকাল থেকেই আকাশে মেঘ থাকলেও দেখা মিলেছে হালকা রোদেরও। সপ্তাহের শেষ দিনে কেমন থাকবে আবহাওয়া? দেখে নেওয়া যাক।
Ishanee Dhar | Published : Aug 27, 2023 1:38 AM IST
শনিবার থেকেই অনেকটা কমেছে বৃষ্টি। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ থাকলেও দেখা নেই বৃষ্টির।
রবিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। তবে পাহাড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
মূলত তিনটি সিস্টেমের উপস্থিতির জন্যই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
দক্ষিণবঙ্গে রবিবার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত। তার প্রভাবে জলীয় বাষ্পের আধিক্য বেড়েছে পশ্চিমবঙ্গে।
এদিকে বৃষ্টি কমলেও তাপমাত্রায় বিশেষ তফাত দেখা যায়নি। ২৭ অগাস্ট রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্পের প্রভাব থাকেই। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ।
অতি ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তরবঙ্গের আবহাওয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে।