Mamata-Messi: 'আমার শিরাতেও দৌড়চ্ছে ফুটবলের প্রতি আবেগ', মেসির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বসিত মমতা

Published : Mar 20, 2025, 01:13 PM IST
Mamata Banerjee with Messi Jersey

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রীর হাতে মেসির (Messi) জার্সি। আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Mamata-Messi: কলকাতার নবাব আলি পার্কে বুধবার, 'দাওয়াত-এ-ইফতার' অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)। সেখানেই ফ্রেমে বাঁধিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে মেসির সই করা জার্সি তুলে দেন উদ্যোগপতি শতদ্রু ঘোষ। যিনি সদ্য লিওনেল মেসির (LM10) সঙ্গে দেখা করে এসেছেন।

 

 

আর তিনি যখন মমতার (Mamata Banerjee) হাতে সেই জার্সি তুলে দিচ্ছিলেন, সেইসময় কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলতে থাকেন, “আজ সুদূর আমেরিকা থেকে লিওমেল মেসি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে তাঁর নিজের জার্সিতে সই করে পাঠিয়েছেন।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন দলের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই বাংলার ফুটবলের উন্নতিতে সক্রিয়তা দেখিয়েছেন তিনি।

আর সেই মুখ্যমন্ত্রী এবার পেলেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সই করা জার্সি। তারপর নিজের এক্স হ্যান্ডেলে সেই জার্সির ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, “পাড়ার মাঠে ফুটবলে লাথি মারা বাংলার প্রত্যেকটি মানুষের মতো আমার শিরাতেও দৌড়চ্ছে ফুটবলের প্রতি আবেগ। আজ সেই আবেগ বিশেষ জায়গা পেল। কারণ, লিওনেল মেসির সই করা একটি জার্সি পেলাম আমি।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেছেন, “ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে একসঙ্গে বেঁধে রেখেছে। মেসি, বল নিয়ে যিনি শিল্পী হয়ে ওঠেন। আমাদের সময়ের ওস্তাদ। বাংলা যে প্রতিভার প্রশংসা করে, তার প্রতীকী রূপ। এই জার্সি বাংলা এবং এই সুন্দর খেলাটার মধ্যে অবিচ্ছিন্ন এক সংযোগের প্রতীক।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?