Mamata-Messi: 'আমার শিরাতেও দৌড়চ্ছে ফুটবলের প্রতি আবেগ', মেসির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বসিত মমতা

মুখ্যমন্ত্রীর হাতে মেসির (Messi) জার্সি। আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Mamata-Messi: কলকাতার নবাব আলি পার্কে বুধবার, 'দাওয়াত-এ-ইফতার' অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)। সেখানেই ফ্রেমে বাঁধিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে মেসির সই করা জার্সি তুলে দেন উদ্যোগপতি শতদ্রু ঘোষ। যিনি সদ্য লিওনেল মেসির (LM10) সঙ্গে দেখা করে এসেছেন।

 

Latest Videos

 

আর তিনি যখন মমতার (Mamata Banerjee) হাতে সেই জার্সি তুলে দিচ্ছিলেন, সেইসময় কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলতে থাকেন, “আজ সুদূর আমেরিকা থেকে লিওমেল মেসি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে তাঁর নিজের জার্সিতে সই করে পাঠিয়েছেন।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন দলের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই বাংলার ফুটবলের উন্নতিতে সক্রিয়তা দেখিয়েছেন তিনি।

আর সেই মুখ্যমন্ত্রী এবার পেলেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সই করা জার্সি। তারপর নিজের এক্স হ্যান্ডেলে সেই জার্সির ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, “পাড়ার মাঠে ফুটবলে লাথি মারা বাংলার প্রত্যেকটি মানুষের মতো আমার শিরাতেও দৌড়চ্ছে ফুটবলের প্রতি আবেগ। আজ সেই আবেগ বিশেষ জায়গা পেল। কারণ, লিওনেল মেসির সই করা একটি জার্সি পেলাম আমি।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেছেন, “ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে একসঙ্গে বেঁধে রেখেছে। মেসি, বল নিয়ে যিনি শিল্পী হয়ে ওঠেন। আমাদের সময়ের ওস্তাদ। বাংলা যে প্রতিভার প্রশংসা করে, তার প্রতীকী রূপ। এই জার্সি বাংলা এবং এই সুন্দর খেলাটার মধ্যে অবিচ্ছিন্ন এক সংযোগের প্রতীক।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মালদার মোথাবাড়ির ভিডিও শেয়ার করায় কয়েকজন হিন্দু যুবককে গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা
বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News
Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর
কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai
ব্যাংকক থেকে ফিরেও শিউরে উঠছেন ভূমিকম্পের কথা ভেবে, দেখুন কী বলছেন তাঁরা | Thailand Earthquake