বাংলার সরকারি কর্মীদের মাইনে বাড়াল নবান্ন! দেওয়া হবে ৩ মাসের বকেয়া! বিরাট ঘোষণা

রাজ্য সরকারি কর্মীদের হঠাৎ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য সরকারের (Government Of West Bengal) এই সিদ্ধান্তে রীতিমত খুশির হাওয়া কর্মীদের মধ্যে। এপ্রিল থেকে কত টাকা হাতে পাবেন তাঁরা।

Parna Sengupta | Published : Mar 22, 2025 6:36 AM
113

বাংলার সরকারি কর্মীদের জন্য এল সুখবর।

213

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘ দিনের দাবি পূরণ হল।

313

প্রসঙ্গত, ২০১৭ সালে শেষবার এই কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল।

413

সেই সময় ১১ হাজার ৫০০ টাকা থেকে বেতন বেড়ে হয়েছিল ১৩ হাজার ৫০০ টাকা।

513

এবার ২০২৫ সালে এসে লক্ষ্মীলাভ।

613

সূত্রের খবর, একই ফর্মুলায় বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।

713

যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি এখনও।

813

রাজ্যের অস্থায়ী বাসচালকদের বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার।

913

জানিয়ে রাখি, দীর্ঘ আট বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাসচালকদের বেতন বৃদ্ধির (Salary Hike) সিদ্ধান্ত নিল রাজ্য।

1013

এতদিন চাকরিতে ঢুকলেই ড্রাইভার পদে সর্বনিম্ন বেতন ছিল ১৩ হাজার ৫০০ টাকা। এবার তা বেড়ে হল ১৬ হাজার টাকা।

1113

চুক্তিভিত্তিক বাস ড্রাইভারদের সর্বোচ্চ বেতন হল ৩৮ হাজার টাকা। সিদ্ধান্ত রাজ্যের।

1213

কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ভাগে ড্রাইভারদের বেতন বৃদ্ধি স্থির করেছে নবান্ন।

1313

চলতি বছরের ১ জানুয়ারি থেকেই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন বাস ড্রাইভাররা। মার্চের বেতনের সঙ্গে তিন মাসের এরিয়ারও হাতে আসবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos