
West Bengal Weather Update : আজ তিলোত্তমায় রেকর্ড ঠান্ডা! আগামীকাল আরও কমতে পারে কলকাতার তাপমাত্রা। কোচবিহার ও আলিপুরদুয়ারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম থাকার সম্ভাবনা। বর্ষশেষে কি আরও বাড়বে শীত? জানুন বিস্তারিত পূর্বাভাস।
West Bengal Weather Update : আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নেমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল কলকাতার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এরপর পরবর্তী পাঁচ দিন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থিতু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষশেষের দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অন্তত ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে, যা শীতের আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে।
উত্তরবঙ্গে ‘শীতল দিন’-এর সতর্কতা: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট চরম আকার নিয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজ ও আগামীকাল ‘শীতল দিন’ (Cold Day) পরিস্থিতি বজায় থাকবে। এই দুই জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার চাদর দেখা যাবে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে।
বর্ষশেষে আবহাওয়ার মোড়: হাড়কাঁপানো এই ঠান্ডার মধ্যেই আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরের একেবারে শেষে অথবা নতুন বছরের শুরুতে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত আগামী কয়েকদিন কনকনে ঠান্ডায় কাঁপবে গোটা রাজ্য।