Nabanna Holiday: এই নববর্ষে ৪দিন নয়, মিলবে টানা ৯দিন ছুটি! দেখে নিন নবান্নের ভ্যাকেশন লিস্ট

Published : Apr 11, 2025, 01:34 PM IST

এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা (WB Government Employees) ১ দিন অথবা ২ দিন নয়, টানা ৯ দিনের ছুটি নিতে পারবেন। হাত খুলে সেই সুযোগ দিচ্ছে সরকারও। জানতে ইচ্ছা করছে তো যে কীভাবে বাংলার সরকারি কর্মীরা এই ছুটি পাবেন? দেখে নিন তালিকা।

PREV
110

বাংলা নববর্ষ থেকে শুরু করে একের পর এক উৎসব রয়েছে এই সময়। আর এই গোটা মাস জুড়ে, রয়েছে একাধিক ছুটির দিন। যার ফলে স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং অফিসও ছুটি থাকবে।

210

আসলে প্রতিদিনের কাজের ব্যস্ততায় ছুটি প্রায় মেলে না। শনি ও রবি ছাড়া হাতে গোনা কয়েকটি থাকে ছুটির দিন।

310

যার ফলে দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তবে এবার সরকারি কর্মীরা (WB Government Employees) ১ দিন অথবা ২ দিন নয়, টানা ৯ দিনের ছুটি নিতে পারবে। হাত খুলে সেই সুযোগ দিচ্ছে সরকারও।

410

আগামী সপ্তাহে রাজ্য সরকারি অফিসগুলিতে মোট তিনদিন ছুটি রয়েছে। আগামী সোমবার ড. বি আর আম্বেদকরের জন্মদিন ও মঙ্গলবার বাংলা নববর্ষের কারণে ছুটি থাকছে।

510

ওই সপ্তাহেই শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি থাকছে। মাঝে শুধু বাকি থাকছে বুধ ও বৃহস্পতিবার। আর ওই দুইদিন ছুটি নিলে সোম থেকে শনি-রবিবার মিলিয়ে মোট নয় দিন টানা ছুটি পেতে পারে সরকারি কর্মীরা।

610

কিন্তু সরকারি কর্মীদের ছুটির নিয়ম অনুযায়ী টানা ছ’দিনের বেশি ছুটি হয়ে গেলে ক্যাজুয়াল লিভ অর্থাৎ CL নেওয়া যায়না।

710

সেক্ষেত্রে আর্নড লিভ বা EL নিতে হবে সরকারি কর্মীদের।

810

সেক্ষেত্রে কোনো কর্মী যদি সিএল নেয় তাহলে ছুটির জন্য আগাম আবেদন করার প্রয়োজন পড়ে না। কাজে যোগ দেওয়ার পরেও আবেদন করা যায়।

910

কিন্তু ইএল-এর ক্ষেত্রে আগাম আবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। বর্তমানে সরকারি কর্মীদের ছুটির জন্য আবেদন অনলাইনে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে করতে হয়।

1010

এই বিষয়ে গত কয়েকদিন ধরে অফিসগুলিতে কর্মচারীদের মধ্যে এই আলোচনা হয়েই চলেছে। এমনকী সামাজিক মাধ্যমে সরকারি কর্মীদের বিভিন্ন গ্রুপে মাঝের দু’দিন কীভাবে ছুটি নেওয়া যায় তা নিয়ে রীতিমতো পরিকল্পনা চলছে।

click me!

Recommended Stories