
West Bengal Weather Today : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে বর্ষা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
West Bengal Weather Today : ১৮ জুন থেকে শুরু করে ২০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৯ জুন দক্ষিণ ২৪ পরগণা ও পুরুলিয়ায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
২৩ ও ২৪ জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ফের সক্রিয় হবে বর্ষা। বিশেষ করে নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এলাকায় বৃষ্টির দাপট বাড়বে।
প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলার বিপর্যয় মোকাবিলা দলকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর অনুরোধ জানানো হয়েছে।