আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। বৃহস্পতিবার সকালেই আইপ্যাকের দফতরের সঙ্গে সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মমতা বাড়িয়ে ঢুকে বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে সাংবাদিকদের স্পষ্ট করে জানিয়ে দেন তিনি প্রতীক জৈন ও আইপ্যাক সংস্থার পাশে রয়েছেন।
25
কে প্রতীক জৈন?
এখন প্রশ্ন কে প্রতীক জৈন। বর্তমানে তিনে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এর কর্ণধার। পিকে ওরফে প্রশান্ত কিশোর আইপ্যাকের দায়িত্ব ছাড়ার পরই প্রতীক জৈন এই সংস্থার মাথা হন। তাঁর নির্দেশিত পথেই গত বিধান সভা নির্বাচন আর লোকসভা নির্বাচন লড়েছে তৃণমূল কংগ্রেস। একটা সময় পিকের নেতৃত্বে নরেন্দ্র মোদীর ভোট কুশলী ছিলেন। কাজ করেছেন গুজরাটেও।
35
হানা দেওয়ার কারণ
ইডি সূত্রের খবর, কয়লাপাচারকাণ্ডে দিল্লিতে নথিভুক্ত ১০ বছর পুরনো একটি মামলার জন্যই এই তল্লাশি অভিযান। এই মামলায় বেশ কিছু লেনদেনের সূত্রেই আইপ্যাকের নাম উঠে এসেছে বলেও ইডি সূত্রের খবর। আর সেই কারণেই সল্টলেক সেক্টরফাইভ আর আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে একই সঙ্গে তল্লাশি অভিযান চালান হয়।
ইডি সূত্রের খবর, একটি একটি পুরনো কয়লাপাচার মামলা। এই মামলাতেই একটা সময় তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই মামলাতেই এদিন তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। অনুপ মাঝির সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালান হচ্ছে বলে ইডি সূত্রের খবর।
55
মমতার অভিযোগ
ইডি সূত্রের খবর কয়লাপাচার কাণ্ডে তল্লাশি অভিযান চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তাঁকে ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে ভোটের আগে হেনস্থা করার জন্যই এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। যা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকার আর বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মমতা। যদিও ইডির বিবৃতি হল, সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করে ফাইল কেড়ে নেওয়া হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।