কাল থেকে বৃষ্টি শুরু? এক ধাক্কায় বাড়ল ৩ ডিগ্রি, রাতারাতি বদলে গেল আবহাওয়া

Published : Jan 29, 2025, 06:07 PM IST

সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই আর গায়ে রাখা যাচ্ছে না গরম জামা কাপড়। তবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কাল থেকেই শুরু হবে বৃষ্টি?

PREV
113

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবারের সরস্বতী পুজোয় শীতের লেশমাত্র থাকবে না। উল্টে গরমে রীতিমতো ঘেমে যাওয়ার জোগাড় হতে পারে।

213

গত শনিবার রাত থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে পারদ। সঙ্গে হালকা কনকনে হাওয়াও বইছিল।

313

তাতেই সকলের মনে আশা জেগেছে যে জানুয়ারির শেষ দিকেই এবার জমিয়ে নামবে শীত।

413

এদিকে আগামী সপ্তাহের শুরুতেই সরস্বতী পুজো। ওই সময় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে। কিন্তু তাতে এবার সেই আশায় জল ঢেলে দিল হাওয়া অফিস।

513

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর বিশেষ সম্ভাবনা নেই।

613

বরং ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আর তার অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা।

713

এছাড়াও সারা বাংলা (South Bengal Weather) জুড়ে থাকবে কুয়াশার চাদর।

813

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সরস্বতী পুজোতেও ২০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে রাতের পারদ।

913

শনিবার পয়লা ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, উত্তর-পশ্চিম ভারতে। এছাড়া উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রীম উইন্ড।

1013

এছাড়া পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে আগামী কয়েক দিন গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া। আপাতত দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।

1113

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানে থাকবে ঘন কুয়াশার চাদর। ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর,বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।

1213

এক রাতের মধ্যেই অর্থাৎ আজ থেকেই কলকাতার তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি। তাই আর শীতের স্পেল আর চওড়া হচ্ছে না কলকাতায়।

1313

সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই রোদ ঝলমলে আকাশ থাকছে কলকাতায়। তবে দুপুরের দিকে জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বাড়বে গরম।

click me!

Recommended Stories