বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন দেহ, খুন না আত্মহত্যা? রহস্যের জট ছাড়াচ্ছে পুলিশ

কালীপুজোর পরের দিন রাতে গড়াফার সংশ্লিষ্ট ফ্ল্যাটে পার্টি হচ্ছিল। গভীর রাত পর্যন্ত পার্টি হয়। পার্টি চলাকালীন এই মহিলা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যান।

 

Saborni Mitra | Published : Nov 2, 2024 8:29 AM IST / Updated: Nov 02 2024, 02:00 PM IST

তরুণী অর্ধনগ্ন দেহ ঘিরে চাঞ্চল্য গড়ফায়ষ লিভ-ইন সঙ্গীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তরুণীর অর্ধনগ্ন দেহ। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। তবে খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর কালীপুজোর পরের দিন রাতে গড়াফার সংশ্লিষ্ট ফ্ল্যাটে পার্টি হচ্ছিল। গভীর রাত পর্যন্ত পার্টি হয়। পার্টি চলাকালীন এই মহিলা সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যান। তাতেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও সঠিক তথ্য বা প্রমাণ পুলিশের হাতে নেই বলেও সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর গড়ফার ফ্ল্যাটে দীর্ঘ দিন ধরেই তরুণী তাঁর বিশেষ বন্ধুর সঙ্গে থাকছিলেন। তারা লিভ-ইন সঙ্গী ছিলেন বলেও প্রতিবেশীরা জানিয়েছেন। মৃতার বান্ধুই এই বিষয়ে কোনও আপত্তি করেননি।

Latest Videos

পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে তরুণীর দেহ উদ্ধার হয়। যে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়েছিল সেখানে দুপুর পর্যন্ত একাই ছিলেন তরুণীষ তাঁর বিশেষ বন্ধু দাবি করেছে, মাকে ডাক্তার দেখিয়ে তিনি ফ্ল্যাটে ফেরেন। তখন পর্যন্ত তরুণী একাই একাই শুয়ে ছিলেনয কিন্তু সন্ধ্যের পরেও বান্ধবীর সাড়া না পেয়ে ডাকাডাকি করেন। তারপরই নিজের ও বান্ধবীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। ১০০ নম্বরে ডায়ালও করেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রের খবর তরুণীর মৃত্যু স্বাভাবিক নয়। কারণ তারা যখন দেহ উদ্ধার করেছিল তখন অর্ধনগ্ন অবস্থায় ছিল। পুলিশ সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সূত্রের খবর দেহে আঘাতের চিহ্ন নেই। তাই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। তরুণীর লিভ ইন বন্ধুকও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর