
রাজ্য বিজেপি-র (BJP) সাংগঠনিক জেলা কমিটির ঘোষণা করা হয়েছে। আর ঘোষণার পরই শুরু হয়েছে বিদ্রোহ। আর এই বিদ্রোহে সরব হয়েছেন স্বয়ং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্য বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক লকেট। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন প্রসঙ্গে দলবিরোধী সুর শোনা যাচ্ছিল লকেটের গলায়। এবার রাজ্য বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক (General Secretary) লকেটের (Locket Chatterjee) অভিযোগ, তাঁর নিজের জেলা কমিটি (District Committee) গঠনে তাঁকে অন্ধকারে রাখা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর সঙ্গে আলোচনা না করে তাঁরই লোকসভা এলাকায় কমিটি গঠন হয় কী করে। তবে কমিটির সদস্যদের নিয়ে কোনও দ্বিমত প্রকাশ করেন নি লকেট চট্টোপাধ্যায়।
রাজ্য বিজেপি-র সাংগঠনিক জেলা কমিটি গঠনের বিষয় লকেটের সরাসরি অভিযোগ, রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর দিকে। সংবাদমাধ্যমের সামনে লকেট অভিযোগ জানিয়ছেন, তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা না করেই নিজেদের ইচ্ছেমতো কমিটি তৈরি করেছেন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। তাই এই কমিটির বিষয় কোনও রকম দায়ভার নিতে অস্বীকার করেছেন রাজ্য বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক লকেটে চট্টোপাধ্যায়। অন্য দিকে লকেটের ক্ষোভ প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এটা সাংগঠনিক বিষয়। কার সঙ্গে আলোচনা হবে, কার সঙ্গে হবে না, সেটা সংগঠন দেখে। এর পর আর কোনও মন্তব্য করতে রাজি হন নি তিনি।
উল্লেখ্য, গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে, রাজ্য বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় রাজ্য কমিটি নিয়ে বিজেপি-র বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেকে এই ঘটনাকে সৌজন্যমূলক সাক্ষাৎ বললেও, সেক্ষেত্রে যে রাজনৈতিক আলোচনা হয়েছিল তা কার্যত স্বীকার করে নেন রাজ্য বিজেপি-র অন্যতম সাধারণ সম্পাদক লকেট স্বয়ং। পুরভোটে খারাপ ফলের পর থেকেই দলের ভিতরে একটা চাপা অশান্তি রয়েছে সকলেরই। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বিজেপি-র বিশেষ সাংগঠনিক বৈঠকে তিনি সরব হন। এ নিয়ে রবিবার পাল্টা মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। পুরভোটে লকেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পুরভোটে খারাপ ফলের পর থেকেই দলের ভিতরে ‘আত্মবিশ্লেষণ’ করান লকেট। বিজেপি-র বিশেষ সাংগঠনিক বৈঠকে তিনি সরব হন বলে বিজেপি সূত্রে জানা যায়। এ নিয়ে রবিবার পাল্টা মন্তব্য করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। পুরভোটে লকেটের ভূমিকা নিয়েই তিনি প্রশ্ন তোলেন।