লক্ষ্মী পুজোয় পদ্মের টান, বাজারে তাই ভিন্ন রাজ্য থেকেই আসছে পদ্ম, দামের ঠেলায় নাজেহাল

  • লক্ষ্মী পুজোয় প্রয়োজন পদ্ম
  • দুর্গা পুজোর সময়ই রাজ্যের মজুত পদ্ম শেষ
  • এবার বাজারে বাইরে থেকেই আসছে পদ্ম
  • দামও বেজায় বেশি লক্ষ্মী পুজোর দিনে 

দুর্গা পুজোই হোক বা লক্ষ্মী, কালী পদ্মের চাহিদা বাজারে থাকে তুঙ্গে। এই সময়ের কথা মাথায় রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে থাকা পদ্মের চাষও বাড়িয়ে তোলা হয়। আশ্বিন মাসের জন্য রাখা হয় কিছু পদ্ম হিম ঘরেও। কিন্তু লকডাউনে ফুলের বাজারও বিস্তর ক্ষতির মুখ দেখে। ফুলের চাষ করা সম্ভব হলেও ট্রেন না চলায় তা বাজারে সময় মত পৌঁচ্ছে দেওয়া যাচ্ছে না। তাই ফলনও বেশ কম হয়েছে। 

আরও পড়ুনঃ পুকুর থেকে পাথর মূর্তি উদ্ধার ঘিরে তুলকালাম কাণ্ড, মূর্তি পুজো ঘিরে কার্যত মেলার চেহারা তমলুকে

Latest Videos

যেটুকু পদ্মের ফলন হয়েছিল বা হিম ঘরে রাখা ছিল, তা দুর্গাপুজোর সময়ই শেষ হয়ে গিয়েছে। এরপর থেকেই ভরসা হচ্ছে ভিন্ন রাজ্য। বাংলা ছাড়াও যে যে রাজ্যে পম্দের চাষ হয়, সেখান থেকে পদ্ম আনার ব্যবস্থা করা হয়। তাই পুজোর জন্য এবার রাজ্যে বিমান পথেই ঢুকে পড়ছে পদ্ম। সেই পদ্মের দামও ফলে হয়ে উঠেছে বেশি। ফুল বিক্রেতারা পুজোর দিন পদ্ম পিছু দাম রাখলেন ২০ থেকে ৩০ টাকা। 

 

যদিও সকাল বেলাতেই বিপুল পদ্মের চাহিদা থাকায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে আসে। এবার হাতে গোনা পদ্মের দাম তাই আরও বাড়তে থাকে। ট্রেন বন্ধ থাকার ফলেই পদ্মের এই আকাল বাজারে লক্ষ করা যায়। নয়তো অন্যান্য বছর বর্ষার সময় ভালোই পদ্মের ফলন হয়। তখন থেকেই পদ্ম পুজোর কথা মাথায় রেখে মজুত করা হয়ে থাকে। এবার তা সম্ভপর হয়নি। কিন্তু পদ্ম ছাড়া তো আর পুজো চলে না, তাই চড়া দামেই ঘরে ঢুকছে ভিন্ন রাজ্যের পদ্ম। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari