দল কখনও সিবিআই হাজিরা এড়াতে বলেনা: অনুব্রত প্রসঙ্গে সরব মদন

“ডিসেম্বরে লোকসভা আর রাজ্যসভা এক করে দিতে চায় মোদী সরকার। বিরোধী দল তৃণমূলের ২২০-র ওপরে বিধায়ক আছেন, সকলকেই কি বিজেপি গ্রেফতার করিয়ে নেবে? নাকি, তাঁরা সকলেই মারা যাবেন?” অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর মুখ খুললেন মদন মিত্র।

পশ্চিমবঙ্গের গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের মুখে শোনা গেল ‘নতুন তৃণমূল’-এর কথা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর বাংলার আরেক দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র প্রাথমিকভাবে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি বারবারই বলেছেন, ‘দল যা বলার বলবে।’ 

Latest Videos

তবে দল যে দুর্নীতি থেকে দূরে থাকার পথে হাঁটছে, এ কথা স্বীকার করেছেন তিনি। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের কথা উল্লেখ করেন তিনি। মনে করিয়ে দেন পার্থর বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত নয়, তা সত্ত্বেও তাঁকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে, দলীয় পদ থেকেও অপসারিত করা হয়েছে। তবে এ ক্ষেত্রে সেরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মদন


গরু পাচার কাণ্ডেও শাসক দলের নেতার জড়িত থাকার প্রসঙ্গে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে, অনুব্রত যদি এত বার সিবিআই হাজিরা না এড়াতেন, তা হলে কি এই পদক্ষেপ করতে চাইত তদন্তকারী সংস্থা? মদন মিত্র জবাব দিয়েছেন, ‘‘আমাকে সিবিআই, ইডি যত বার ডেকেছে, আমি গিয়েছি। সিবিআই কাউকে ডাকলে আমাদের দল কখনও কাউকে বলেনি যে, যাবেন না।’’

অনুব্রত যে সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়েই বারবার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এবারেও ভর্তি হতে চেয়েছিলেন, সেই অভিযোগে সুর চড়িয়েছে বিরোধীরা। কিন্তু মদন মিত্রের দাবি, দল কখনওই অনুব্রতকে সিবিআই হাজিরা দিতে বারণ করেনি। দল যদি সত্যিই তা চাইত, তা হলে পিজি হাসপাতাল থেকে অনায়াসেই ‘অসুস্থ’ লিখিয়ে নিতে পারতেন অনুব্রত।


বৃহস্পতিবার অনুব্রতের গ্রেফতারের পর মদনের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিধায়ক আরও উল্লেখ করেছেন, কোনও কর্মীর জন্য দলকে যদি বিড়ম্বনায় পড়তে হয়, তাহলে দল তাঁকে নিয়ে ভাববে। উল্লেখ্য, অনুব্রত গ্রেফতার হওয়ার পর একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা যায় তাঁর মুখে। অভিষেক সব বিষয়ে স্বচ্ছ, ব’লে মন্তব্য করেন তিনি।

 

'কে টাকা দিয়েছিল, কার টাকা, সত্যি বলুন পার্থ', ফের তোপ মদনের

'পার্থ ভেতর থেকে ষড়যন্ত্র বলছে, ষড়যন্ত্রটা কার বলে দিক, পার্থকে পরামর্শ মদনের

এবার খোঁজ পাওয়া গেল মদন মিত্রের 'বান্ধবী'র! সঙ্গিনীর জন্য মোবাইলও কিনে ফেললেন বিধায়ক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন