'পার্থ ভেতর থেকে ষড়যন্ত্র বলছে, ষড়যন্ত্রটা কার বলে দিক, পার্থকে পরামর্শ মদনের

তাপস রায় মন্ত্রী না হওয়াতে আক্ষেপ মদনের। তাপস রায় মন্ত্রী হলে খুশি হতাম, বললেন মদন মিত্র। তবে যারা নতুন মন্ত্রী হয়েছেন তাতেও খুশি তিনি। 'সিনিয়র' প্রসঙ্গে বলেন, সিনিয়র-জুনিয়র মিলেই খেলতে হবে। 'দল আমায় মন্ত্রী করেছে, MLA করেছে, আর কি দেবে'। 'পার্থ ভেতর থেকে ষড়যন্ত্র বলছে, ষড়যন্ত্রটা কার বলে দিক'। 'আমিও ২৩মাস জেলে ছিলাম, আমিতো বলিনি ষড়যন্ত্র হয়েছে'।

Share this Video

তাপস রায় মন্ত্রী না হওয়াতে আক্ষেপ মদনের। তাপস রায় মন্ত্রী হলে খুশি হতাম, বললেন মদন মিত্র। তবে যারা নতুন মন্ত্রী হয়েছেন তাতেও খুশি তিনি। 'সিনিয়র' প্রসঙ্গে বলেন, সিনিয়র-জুনিয়র মিলেই খেলতে হবে। 'দল আমায় মন্ত্রী করেছে, MLA করেছে, আর কি দেবে'। 'পার্থ ভেতর থেকে ষড়যন্ত্র বলছে, ষড়যন্ত্রটা কার বলে দিক'। 'আমিও ২৩মাস জেলে ছিলাম, আমিতো বলিনি ষড়যন্ত্র হয়েছে'।

Related Video