ড্যামেজ কন্ট্রোল, ভিড় সামলাতে দুয়ারে সরকার প্রকল্পে আবেদনকারীদের ফর্ম ফিলাপ করলেন খোদ বিধায়ক

দুদিন আগে দেখা গেছিল প্রশাসনিক ব্যর্থতার ছবি। বৃহস্পতিবার ফুটে উঠল প্রশাসনিক তৎপরতার চিত্র। 

খবরের জের। দুদিনের মধ্যেই দুয়ারে সরকার প্রকল্পে (Duare Sarkar project) দেখা গেল অন্য চিত্র। দুদিন আগে দেখা গেছিল প্রশাসনিক ব্যর্থতার ছবি। বৃহস্পতিবার ফুটে উঠল প্রশাসনিক তৎপরতার ছবি। খোদ বিডিও (BDO) এবং বিধায়ক (Malda MLA) উপস্থিতিতে হল কাজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ। 

তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। আর এই প্রকল্প শুরু হতেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে প্রশাসনিক ব্যর্থতা। লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেওয়ার জন্য দেখা গেছে মানুষের হুড়োহুড়ি। এমনকি ভিড়ের চাপে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। লঙ্ঘন হয়েছে স্বাস্থ্যবিধি। মালদহ জেলার হরিশচন্দ্রপুর ২ নং ব্লকের অন্তর্গত হাসিনা হাইস্কুলেও দেখা গেছিল একই চিত্র। এমনকি উঠেছিল ফর্ম লুটপাট করার অভিযোগ। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই খবর দেখানো হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। আর তার জেরেই এবার তৎপর প্রশাসন। 

Latest Videos

বৃহস্পতিবার দুয়ারে সরকার প্রকল্পের কাজ শুরু হয় দৌলতপুর হাই স্কুলে। সেখানে প্রথম থেকেই উপস্থিত থেকে সমস্ত কাজ তদারকি করেন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও বিজয় গিরি। সাথে ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন। ফর্ম ফিলআপ থেকে ফর্ম জমা নেওয়া সমস্ত কাজ করেন সরকারি আধিকারিকরা। ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ফলে এই দিন সুষ্ঠুভাবে চলে দুয়ারে সরকার প্রকল্পের কাজ। যে সব মানুষেরা এসেছিলেন তাদের কাজও ঠিক ভাবে হয়। পুরো ব্যাপারটা নিজে দেখভাল করেন বিডিও বিজয় গিরি।

স্থানীয় বিধায়ক তজমুল হোসেন বলেন, দৌলতপুর হাই স্কুলে দুয়ারে সরকার প্রকল্পের কাজ হচ্ছে। মানুষের উৎসাহ,উদ্দীপনা চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প বিশেষ করে লক্ষীর ভান্ডার নিয়ে মহিলারা খুব খুশি। হরিশ্চন্দ্রপুরের সব জায়গাতেই ক্যাম্প হচ্ছে।"

হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও বিজয় গিরির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দৌলতপুর হাইস্কুলে দুয়ারে সরকার কর্মসূচি সুষ্ঠুভাবে চলছে,যে সব মানুষেরা এসেছিলেন তাদের কাজও ঠিক ভাবে হচ্ছে, আমরা নিজেরাই দাঁড়িয়ে থেকে ফর্ম ফিলাপ করে দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি চলছে।

"

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News