মোবাইলে লেনদেন করতেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, মালদহে গ্রেফতার ২

  • ইউপিআই ট্রানজাকশান করার পরই টাকা গায়েব
  • মালদহে এক ব্যবসায়ীর টাকা গায়েব হওয়ায় সন্দেহ
  • কীভাবে অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে টাকা?
  • ধন্দে ব্য়বসায়ী, পুলিশকে জানালে দুজন গ্রেফতার হয় 
     

 

দ্বৈপায়ন লালা, মালদহ- মোবাইলে ইউপিআই ট্রানজাকশানের পরই অ্য়াকাউন্ট থেকে টাকা গায়েব। জালিয়াতদের খপ্পরে পড় বেশ কিছু টাকা খোয়ালেন মালদহের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তিনি। পুলিশ তল্লাশি চালিয়ে ইউপিআই জালিয়াতির অভিযোগে গাজোল থেকে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকা।

Latest Videos

পুলিশ সূত্রে খবর, ইউপিআই জালিয়াতির শিকার হন মালদহ শহরের বাসিন্দা রানা বিশ্বাস। জানাগেছে, কালুয়াদিঘিতে তাঁর একটি পেট্রোল পাম্প আছে। কয়েক দিন ধরে ওই দুই যুবক পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে ইউপিআই পেমেন্ট করত। গাড়িতে তেল ভরানোর পাশাপাশি নানা অছিলায় ইউপিআই পেমেন্ট করে নগদ টাকাও নিত তারা। এর মধ্য়েই ওই পেট্রোল পাম্প ব্য়বসায়ীর অ্য়াকাউন্ট থেকে আপনাআপনি টাকা কাটতে থাকে। ব্যবসায়ী প্রাথমিকভাবে বুঝতে পারেননি। কিছুদিন আগে ফের ওই পেট্রোল পাম্পে যায় দুই যুবক। পরিবারের কেউ অসুস্থ আছে বলে ইউপিআই পেমেন্ট করে নগদ টাকা চায়। তখনই সন্দেহ হয় ব্য়বসায়ী রানা বিশ্বাসের। পুলিশে খবর দিলে ওই দুই যুবক গ্রেফতার হয়।

মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ দুই যুবককে আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কাছ থেকে হদিশ মেলে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্রিনশট এবং হোয়াটস অ্যাপে আদানপ্রদানের তথ্য়। এরপরই পুলিশ ধৃতদের জেরা করে ১ লক্ষ ৮৪ হাজার টাকা উদ্ধার করে। ওই দুই যুবক মহম্মদ তাজারাক হোসেন, মহম্মদ আসরাফুল হক, গাজোলের রাজারামপুরের বাসিন্দা।     

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya