গোর্খা সেনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল নেতাজির, কার্শিয়াং-এ মিউজিয়াম পরিদর্শন করে আবেগ উস্কে দিলেন মুখ্যমন্ত্রী

  • নেতাজি মিউজিয়াম পরিদর্শন মুখ্যমন্ত্রীর
  • কার্শিয়াং-এর মিউজিয়াম সংস্থার করল রাজ্য সরকার
  • এই বাড়িতেই বন্দি ছিলেন নেতাজি
  • নেতাজির সঙ্গে গোর্খাদের সম্পর্ক তুলে আনলেন মুখ্যমন্ত্রী
     


কার্শিয়াং-এর গিদ্দা পাহাড়ে নেতাজি মিউজিয়াম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মিউজিয়াম পরিদর্শনের পাশাপাশি নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। বহু সময় ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়েছিল কার্শিয়াং এর নেতাজি মিউজিয়াম। বিষয়টি নজরে আসতেই রাজ্যের তরফে দুই বছর আগে  মিউজিয়ামটির  সংস্কারের কাজ শুরু হয়। ইতিমধ্যে সেই কাজ সম্পন্ন হয়েছে। এদিন তা পরিদর্শনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সমগ্র মিউজিয়ামটি ঘুরে দেখেন তিনি।

 মিউজিয়ামটি রাজ্যের তরফে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে ইতিহাস ধরে রাখতে  সেই সময়কালের আসবাবপত্র ও নথি সবটাই রয়েছে আগের মতই। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন গোর্খা সেনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল নেতাজির। বহু সময় দার্জিলিং-এ কাটিয়েছেন তিনি। এমনকি ব্রিটিশ শাসনকালে কার্শিয়াং-এ নজরবন্দিও  ছিলেন দুই বছর। দেশের প্রতি তার অবদান অনস্বীকার্য। 

Latest Videos

মুখ্যমন্ত্রী বলেন, বিট্রিশ শাসনকালে নেতাজী সুভাষ চন্দ্র বসুকে এই বাড়িতে  বন্দি করে  রাখা হয়েছিল।  জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই বাড়িটির  সংস্কার করেছে রাজ্য সরকার।

Share this article
click me!

Latest Videos

'বাংলাদেশ ও রোহিঙ্গা মুসলমানরা আপনাকে বাঁচাতে পারবে না দিদি' Mamata কে বেলাগাম আক্রমণ Giriraj এর
‘কেন্দ্রীয় সরকার একটা অপদার্থ’ Narendra Modi-র সরকারকে ধুয়ে দিলেন Sujan Chakraborty
৩০ দিন ঘরে নিখোঁজ ছেলে! জীবিত অবস্থায় ফিরিয়ে দাও...না হলে' কাতর আর্তি বাবার |North 24 Parganas News
বীজ দিয়ে এ কেমন পোশাক বানালেন Ourfi Javed! #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
প্রতিবেশীরা দরজা খুলতেই আঁতকে উঠলেন! আতঙ্কে গোটা এলাকা | South 24 Parganas News Today