উত্তরবঙ্গ কি বিজেপির গড়, কোচবিহার থেকে পালটা প্রত্যাঘাতের ডাক মমতার

  • জলপাইগুড়ির পর কোচবিহারে সভা মমতার
  • রাসমেলা ময়দান থেকে বিজেপি তোপ 
  • বিজেপি ও আরএসএসকে একযোগে আক্রমণ
  • আদিবাসী ও রাজবংশীদের জন্য কী বার্তা মমতার?

২০১৯-এর লোকসভা নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছিল বিজেপি। অপ্রত্যাশিত ভাবে কোচবিহার জেলাতেও বিজেপির ধাক্কায় মুখ পুড়েছিল তৃণমূলের। এই অবস্থায় উত্তরবঙ্গে মাটিতে ঘাসফুল শিবিরকে নতুন করে শক্ত করতে তৎপর তৃণমূল নেত্রী। মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করার পরের দিনই কোচবিহারে সভা করলেন তৃণমূল নেত্রী।

এদিন কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বিজেপি ও আরএসএসকে একযোগে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ''কোচবিহারে আদিবাসী ভোটকে টার্গেট করেছে বিজেপি। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল বিরোধী প্রচার করছে আরএসএস''।আরএসএসকে বহিরাগত গুন্ডা বলে মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ''জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল। কে রাজবংশী, কে আদিবাসী। দারিদ্র সীমার নীচে বসবাসকারী সবার কাছেই উন্নয়ন পৌঁছে দিয়েছে তৃণমূল সরকার''। পাশাপাশি, ভোটের সময় বিজেপির প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, '' কতগুলো প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি? কতজনের চাকরি দিয়েছে? বিজেপি ভাঁওতাবাজ, দাঙ্গাবাজের দল। লোকসভায় আপনারা আমাকে ভোট দেননি। আমার দুঃখ নেই। কিন্তু বিধানসভা ভোটে আপনাদের ভোট আমার চাই''।

Latest Videos


অন্যদিকে, দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতাদের নিয়ে তিনি বলেন, ''দলের অনেকে এদিক-ওদিক চলে যাচ্ছে। তার জন্য দলের নীতি বদলে যায় না। যাঁরা সমাজকল্যাণে কাজ করেনি। তাঁরা টিকিট পাবে না বলেই অন্যত্র চলে যাচ্ছে।  বিজেপি বলে কোথায় থাকবে ? ঘরে না জেলে?। তাতে ভয় পেয়ে যাচ্ছে অনেকে। কিন্তু আমি ভয় পায় না। আমার রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দিল্লি থেকে ফোন করে বলছে, আপনার সঙ্গে একটু বসব। দিল্লি থেকে অনুব্রতর কাছেও ফোন গিয়েছিল''।   

Share this article
click me!

Latest Videos

শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News