'ধান না কিনলে কান ধরে ওঠবস', স্মারকলিপি দিতে গিয়ে বিডিওকে হুঁশিয়ারি বিজেপি নেতার

Published : Dec 15, 2020, 05:49 PM ISTUpdated : Dec 15, 2020, 05:52 PM IST
'ধান না কিনলে কান ধরে ওঠবস', স্মারকলিপি দিতে গিয়ে বিডিওকে হুঁশিয়ারি বিজেপি নেতার

সংক্ষিপ্ত

ডেপুটেশন দিতে গিয়ে বিডিওকে হুঁশিয়ারি বিডিওকে কানধরে ওঠবস করানোর হুমকি ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য বিজেপি নেতার এহেন মন্তব্যের সমালোচনা 

আশিস মণ্ডল, বীরভূম-বিধানসভা ভোটের আবহে এক সরকারি আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিলেন এক বিজেপি নেতা। বিডিও অফিসারকে কান ধরে ওঠবস করার হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। কী কারনে বিডিও হুমকি ওই বিজেপি নেতার?

আরও পড়ুন-'বিজেপি নয়, পাহাড়ের স্থায়ী সমাধান করবে তৃণমূল', জলপাইগুড়ি থেকে গুরুংদের কী বার্তা মমতার

জানাগেছে, বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে গিয়েছিল বিজেপির কিষাণ মোর্চা। অভিযোগ, সেখানেই বিডিও অফিসারকে চাষিদের ধান কেনা প্রসঙ্গ নিয়ে হুমকি দেন বিজেপি নেতা বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি নিপুল ব্যাপারি। 
আরও পড়ুন-রাজ্য নয়, এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তায় শুভেন্দু, বুলেট প্রুফ গাড়ি সহ দেখভালের দায়িত্বে এসআইবি

হুমকি সুরে বিডিওকে ওই বিজেপি নেতা বলেন, "কৃষকদের কাছ থেকে ধান কিনে নিন। কিংবা তাদের হাতে প্রয়োজনীয় কুপন ধরিয়ে দিন। কৃষকদের কাছ থেকে অভাবী ধান না কিনে তাদের ফোদের কাছে ধান বিক্রি করতে বাধ্য করবেন না। তা না হলে আপনাকে একজন সরকারি কর্মচারি হিসেবে সব দুর্নীতির হিসাব করায় গণ্ডা দিতে হবে। আর দুর্নীতি ধরা পড়লে হিঙ্গলগঞ্জের প্রধানের মতো কান ধরে ওঠবস করাবে জনগণ। কারণ হিঙ্গলগঞ্জের প্রধান আমফানের টাকা তারা পরিবারের ১৫ জনের নামে বরাদ্দ করেছিলেন। ধরা পড়ার পর জনগণ তাকে কানধরে ওঠবস করিয়েছিল। সেই কাজ আপনি করবেন না"।

PREV
click me!

Recommended Stories

'মাত্র ৪ শতাংশ ভোট দরকার, তাহলেই কুপোকাত তৃণমূল' অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু | Suvendu Adhikari BJP
Suvendu Adhikari : 'একটু কষ্ট আছে, অসম্ভব নয়! বাকি ৮ টা তো ইজি' লাভপুরে কী বোঝালেন শুভেন্দু?